ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৩ দিন আগে হঠাৎ এক দিনের ক্রিকেটকে বিদায় অস্ট্রেলীয় অলরাউন্ডারের

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ১৩ দিন আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আচমকাই অবসর নিয়ে নিলেন দলের অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে প্রতিযোগিতায় খেলবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৯
Share:

সতীর্থদের সঙ্গে উল্লাসের একটি মুহূর্তে মার্কাস স্টোইনিস (ডান দিক থেকে দ্বিতীয়)। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ১৩ দিন আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আচমকাই অবসর নিয়ে নিলেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে প্রতিযোগিতায় খেলবেন না। তাঁর বিকল্প ক্রিকেটার বেছে নিতে হবে অস্ট্রেলিয়াকে। চূড়ান্ত দল জানাতে হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

Advertisement

২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন স্টোইনিস। এখন তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছেন। সেখানে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট লেগেছে তাঁর। জানা গিয়েছে, টি-টোয়েন্টিতে মনঃসংযোগ করতেই ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলতে তৈরি স্টোইনিস।

বৃহস্পতিবার স্টোইনিস বলেছেন, “এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলার যাত্রাটা খুবই সুখের ছিল। সবুজ-সোনালি জার্সিতে কাটানো প্রতিটা মুহূর্ত মনে রাখব। সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা সারা জীবন মনে থেকে যাবে। অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না। তবে এক দিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে জীবনের পরের পর্বে মনোনিবেশ করার জন্য এটাই সঠিক সময়।”

Advertisement

তিনি আরও বলেছেন, “রনের সঙ্গে (কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) আমার সম্পর্ক দারুণ। সব সময়ে ওর সমর্থন পেয়েছি। পাকিস্তানে খেলার সময় ছেলেদের হয়ে খুব চিৎকার করব।” ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা এক দিনের ক্রিকেটার হয়েছিলেন স্টোইনিস।

ম্যাকডোনাল্ড বলেছেন, “গত এক দশকে স্টোইনিস আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ ছিল। দলের অমূল্য সম্পদ ও। যা অর্জন করেছে তার জন্য ওর কৃতিত্ব প্রাপ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement