পাকিস্তানের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। তার আগে চাপে পড়ল পাকিস্তান। দলের অন্যতম সেরা বোলার শাহিন আফ্রিদি চোট পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে। তাঁর হাঁটুতে চোট লেগেছে। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গিয়েছেন মাঠ ছেড়ে। আর বল করতে পারেননি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলছেন শাহিন। শনিবার ম্যাচ ছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। ব্রিসবেনের বোলিংয়ের ১৪তম ওভারে চোট পান শাহিন।
বল করছিলেন জ়েভিয়ার বার্টলেট। মিড-অনের দিকে জোরালো শট মারেন জেভি ওভারটন। মিড-অনেই দাঁড়িয়েছিলেন শাহিন। তিনি বলের উদ্দেশে দৌড়তে দৌড়তে হঠাৎই দাঁড়িয়ে পড়ে খোঁড়াতে থাকেন। এক সময় হাঁটু চেপে ধরেন। সেই ওভারের শেষে মাঠের বাইরে বার করে নিয়ে যাওয়া হয় শাহিনকে। তিনি বার বার আঙুল দিয়ে ডান পায়ের হাঁটুর দিকে ইঙ্গিত করতে থাকেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু খুবই কাছে, তাই পাকিস্তান চাইবে দলের অধিনায়ক দ্রুত সুস্থ হয়ে উঠুন। ১৭ বছর আগে শেষ বার এই প্রতিযোগিতা জিতেছিল পাকিস্তান। এ বার তারা সব ম্যাচ খেলবে কলম্বোয়। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে অভিযান শুরু তাদের। ভারতের বিরুদ্ধে ম্যাচ ১৫ ফেব্রুয়ারি।
বিবিএলে এমনিতেই ভাল ফর্মে নেই শাহিন। চারটি ম্যাচে মাত্র দু’টি উইকেট নিয়েছেন। ওভারপ্রতি প্রায় ১২ রান করে দিয়েছেন। প্রথম ম্যাচেই তিনি ২.৪ ওভারে ৪৩ রান দিয়েছিলেন। তার পর বোলিং থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল।