ইংল্যান্ডের ক্রিকেটারদের উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে মাত্র দু’দিনে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। শনিবার তারা জিতেছে চার উইকেটে। এই জয় ইংল্যান্ডের কাছে স্বস্তিদায়ক। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভাল জায়গায় ছিল না তারা। চাপ বাড়ল ভারতের। ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান আরও কমে গেল শুভমন গিলের দলের।
এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ছিল ১০০। একটিও ম্যাচে হারেনি তারা। তা কমে গেল শনিবার। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ এখন ৮৫.৭১। তবে ফাইনালে ওঠার ব্যাপারে এখনও তারাই সকলের চেয়ে এগিয়ে। অস্ট্রেলিয়া সাতটি ম্যাচ খেলে হেরেছে মাত্র একটিতে।
বেন স্টোকসের দলের পয়েন্ট হল ১২। পয়েন্ট শতাংশ হল ৩৫.১৮। এই জয়ের পরেও তারা রয়েছে সপ্তম স্থানে। ৯টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে তারা। ভারত রয়েছে ইংল্যান্ডের উপরেই। ৯টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন শুভমনেরা। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। ভারতের আগে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তারা ২টি ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্ট শতাংশ ৫০।
সিডনিতে অ্যাশেজ়ের পঞ্চম টেস্ট হবে। সেই ম্যাচও যদি ইংল্যান্ড জেতে তা হলে ভারতের সঙ্গে ব্যবধান আরও কমিয়ে ফেলতে পারবে তারা। তবে ভারতের কাছে পরের সিরিজ়গুলি খুব একটা কঠিন নয়। পয়েন্ট তালিকায় উপরেও উঠে যেতে পারেন শুভমনেরা।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। তারা ৩টি টেস্টের মধ্যে ২টিতে জিতেছে। পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। তৃতীয় দক্ষিণ আফ্রিকা। তারা ৪টির মধ্যে ৩টিতে জিতেছে। পয়েন্ট শতাংশ ৭৫.১০। চারে শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।