Vaibhav Suryavanshi

ছোটদের বিশ্বকাপে বৈভব! দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতকে নেতৃত্বও দেবে ১৪ বছরের ক্রিকেটার

ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবে বৈভব সূর্যবংশী। শনিবার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের দলে নেতা হিসাবে বাছা হয়েছে বৈভবকে। বিশ্বকাপেও সুযোগ পেয়েছে বৈভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:১২
Share:

এ বার অধিনায়ক হল বৈভব সূর্যবংশী (মাঝে)। ছবি: সমাজমাধ্যম।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয়েছে অনেক আগেই। এ বার সেই দলকে নেতৃত্বও দেবে বৈভব সূর্যবংশী। শনিবার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেতা হিসাবে বাছা হয়েছে বৈভবকে। চোটের জন্য ওই সিরিজ়ে খেলতে পারবেন না আয়ুষ মাত্রে। তবে বিশ্বকাপের দলে মাত্রেই অধিনায়ক।

Advertisement

বিশ্বকাপ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আয়োজক দেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেই তিনটি ম্যাচে দেশের নেতৃত্ব দেবে বৈভব। এই প্রথম বার দেশের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে তাঁকে।

আয়ুষ এবং সহ-অধিনায়ক বিহান মলহোত্র চোট পেয়েছেন বলে জানিয়েছে বোর্ড। আপাতত দু’জনেই বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যাবেন। সেখানে চোট সারিয়ে দু’জনে বিশ্বকাপের আগে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপে তাই নেতার ভূমিকায় দেখা যাবে না বৈভবকে।

Advertisement

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বৈভব। আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৭১ রান করেছে। তার পর থেকে অবশ্য একটি অর্ধশতরান ছাড়া কোনও ম্যাচেই রান পায়নি। ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে ভারতকে। বড় ম্যাচের চাপ নেওয়ার ক্ষমতা আদৌ বৈভবের রয়েছে কি না, উঠছে সেই প্রশ্নও। তবে নির্বাচকেরা বোঝালেন, বৈভবের উপর এখনই আস্থা হারাচ্ছেন না তাঁরা।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল

বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল

আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement