Pakistan Cricket Board

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল কেমন হবে, ইঙ্গিত পাক অধিনায়কের, বোর্ডের কাছে কেমন দল চাইলেন সলমন

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ জিততে চান সলমন আলি আঘা। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’মাস আগে দল নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০
Share:

সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলে বড় রদবদলের সম্ভাবনা নেই। ইঙ্গিত অধিনায়ক সলমন আলি আঘার। এশিয়া কাপে ভারতের কাছে হারের পর বাবর আজ়ম, আবদুল সামাদ, উসমান খান, নাসিম শাহকে ২০ ওভারের ক্রিকেটের দলে ফিরিয়েছে পাকিস্তান। তার সুফলও পেয়েছে তারা।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে দলে রদবদল না করার ইঙ্গিত দিয়েছেন সলমন। পাক অধিনায়ক বলেছেন, ‘‘আমার মতে বিশ্বকাপের আগে আমাদের টি-টোয়েন্টি দলে তেমন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। আমার মতে, এখনকার দলের সঙ্গে বিশ্বকাপের দলের খুব পার্থক্য থাকবে না। দলের প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে আমরা দল হিসাবে এগিয়ে চলেছি।’’

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক। সলমন বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে দলে বড় কোনও পরিবর্তনের পক্ষে আমি নই। এই দলের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে আমরা আর ছ’টা টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ম্যাচগুলোয় আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই ক’টা ম্যাচে তেমন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।’’ তিনি আরও বলেছেন, ‘‘গত ছ’মাস ধরে এই দলটা খেলছে। ফলাফল আসতে শুরু করেছে। এখন পরিবর্তন ঠিক হবে না। আমরা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। তার পর আমাদের লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। পর পর দুটো বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। ব্যাপারটা যদি সত্যি হয়, তা হলে আমার থেকে খুশি কেউ হবে না।’’

Advertisement

কয়েক দিন পর শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। দু’দেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজ়ে। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই এই সিরিজ়। সলমনের মতে এই সফরে তাঁরা লাভবান হবেন। সলমন বলেছেন, ‘‘আমাদের ক্রিকেটারেরা শ্রীলঙ্কার পিচ সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। বিশ্বকাপের আগে আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরাও অভিজ্ঞতা অর্জন করব। আমরা ঠিক পথেই এগোচ্ছি। তবে কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আমরা পাকিস্তানের এই দলটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় সমর্থকেরা প্রত্যাশা করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement