India vs Australia

পাকিস্তান নয়, বেশি গুরুত্ব পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়ার আচরণে ক্ষুব্ধ পড়শি দেশের অসি কোচই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ২২ বছর পর এক দিনের সিরিজ় জিতেছে পাকিস্তান। তবে সেই সিরিজ় নিয়ে মনই নেই সে দেশের বোর্ডের। তারা মেতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ় নিয়েই। অস্ট্রেলিয়ার এই আচরণে ক্ষিপ্ত পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জেসন গিলেসপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২৩:০৩
Share:

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্য়াচের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ইতিহাস গড়েছে পাকিস্তান। ২২ বছর পর সে দেশে এক দিনের সিরিজ় জিতেছে তারা। শেষ ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে পাকিস্তান সিরিজ় নিয়ে মনই নেই সে দেশের বোর্ডের। তারা মেতে রয়েছে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ় নিয়েই। অস্ট্রেলিয়ার এই আচরণে ক্ষিপ্ত পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জেসন গিলেসপি। তিনি আদতে অস্ট্রেলিয়ারই প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে গিলেসপি বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের কোনও প্রচারই দেখলাম না। আমি বেশ অবাক। অস্ট্রেলিয়া যে ভারতের বিরুদ্ধে হতে চলা বর্ডার-গাওস্কর ট্রফিকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এক দিনের সিরিজ়‌ নিয়ে কোনও আগ্রহ নেই।”

অস্ট্রেলিয়ার একটি চ্যানেলের নাম উল্লেখ করে গিলেসপি জানিয়েছেন, তারা প্রচারের ক্ষেত্রে বাকিদের থেকে এগিয়ে। কিন্তু পাকিস্তান সিরিজ়‌ নিয়ে সেই চ্যানেলেরও প্রচারে অনীহা রয়েছে। গিলেসপির কথায়, “ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনটা গুরুত্বের সেটা বুঝতে পারছি। জানি এটা সম্পূর্ণ ওদের সিদ্ধান্ত। তবে আমাদের সিরিজ়‌ নিয়ে কোনও বিজ্ঞাপন, কোনও প্রচার চোখে পড়েনি।”

Advertisement

১৯৭৫ সাল থেকে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া এক দিনের ম্যাচ খেলছে। মুখোমুখি সাক্ষাতে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। তারা ৭১টি ম্যাচ জিতেছে। পাকিস্তান ৩৬টি ম্যাচ। এ বার দুই দেশ টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। তার পরেই শুরু হবে ভারত সিরিজ়‌।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement