Pakistan Cricket Captaincy Change

টি২০-র পর পাকিস্তানের এক দিনের দলেও নেতৃত্ব বদলের সম্ভাবনা! নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কারা

জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি লিখেছেন দলের প্রধান কোচ মাইক হেসন। সেখানেই নেতৃত্ব বদলের কথা জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৪৩
Share:

পাকিস্তানের এক দিনের দলের বর্তমান অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটের ‘মাথা’ বদলে দেওয়ার কাজ শুরু করেছেন মাইক হেসন। কয়েক দিন আগেই জানা গিয়েছিল, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘাকে সরিয়ে দেওয়া হতে পারে। নতুন অধিনায়ক হতে পারেন শাদাব খান। এ বার জানা গিয়েছে, এক দিনের দলের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ানেরও পদ যেতে পারে।

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি লিখেছেন দলের প্রধান কোচ হেসন। সেখানেই নেতৃত্ব বদলের কথা জানিয়েছেন তিনি। তবে যাকেই নতুন অধিনায়ক করা হোক না কেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে রিপোর্টে।

২০২৪ সালে পাকিস্তানের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছিল রিজ়ওয়ানকে। অস্ট্রেলিয়া, জ়িম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় তাঁর নেতৃত্বেই জিতেছে দল। কিন্তু পরে ঘরের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ও ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে সিরিজ় হারের পর চাপে রয়েছেন রিজ়ওয়ান।

Advertisement

‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, হেসনের চিঠি পাওয়ার পর রিজ়ওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক আনার কাজ শুরু করেছে পাক বোর্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগেই বৈঠকের মাধ্যমে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছেন হেসন।

রিপোর্টে বলা হয়েছে, রিজ়ওয়ান সরলে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে শাহিন শাহ আফ্রিদি। আরও দু’জনের নাম শোনা যাচ্ছে। টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সলমন আঘা ও পুরনো অধিনায়ক বাবর আজ়ম। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবরই পাকিস্তানের অধিনায়ক ছিলেন। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে খারাপ খেলার পর নেতৃত্ব ছেড়ে দেন তিনি। আবার তাঁকেই দায়িত্ব দিতে পারে পাক বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement