Mohsin Naqvi in ICC Meeting

চ্যাম্পিয়ন্স ট্রফির বিতর্কের জের, আইসিসির বৈঠকে নেই পাক বোর্ডের চেয়ারম্যান!

আইসিসির বৈঠকে গেলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকার জেরেই কি এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:৪২
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

আইসিসির উপর কি এখনও ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিকে নিমন্ত্রণ না করায় আইসিসির বিরুদ্ধে মুখ খুলেছে পাক বোর্ড। সেই অভিযোগের পর কোনও পদক্ষেপ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই কি আইসিসির বৈঠকে গেলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম বার আইসিসির বৈঠক হল। জ়িম্বাবোয়ের হারারেতে সেই বৈঠকে যাননি নকভি। জানা গিয়েছে, ব্যক্তিগত কাজ থাকায় নকভি যাননি। তাঁর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সুমেইর আহমেদ বৈঠকে যোগ দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন দুবাইয়ের মাঠেও এই সুমেইরই ছিলেন। কিন্তু তাঁকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি।

জানা গিয়েছে, বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘টু-টায়ার সিস্টেম’ নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ, সব টেস্ট খেলা দেশগুলিকে একসঙ্গে না খেলিয়ে দু’টি আলাদা স্তর করে খেলানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে পাকিস্তান কী মতামত দিয়েছে তা জানা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বৈঠকের বিষয়ে একেবারে চুপ।

Advertisement

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে ভারত সে দেশে খেলতে যায়নি। ভারতের আপত্তিতে খেলা হয়েছে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। বাকি সব দেশ খেলেছে পাকিস্তানে। ভারতের বিরুদ্ধে খেলতে আয়োজক দেশ পাকিস্তানকেও দুবাইয়ে যেতে হয়েছে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। দলের খেলা মুখ পুড়িয়েছে নকভিদের। অন্য দিকে ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ফাইনালও হয়েছে দুবাইয়ে। সেখানে খেলা শেষে পুরস্কার মঞ্চে দেখা গিয়েছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নীকে। তাঁরাই পুরস্কার তুলে দিয়েছেন। পাকিস্তান আয়োজক দেশ হলেও তাঁদের কোনও প্রতিনিধি পুরস্কার মঞ্চে না থাকায় বিতর্ক হয়েছে। অনেক অভিযোগ করেও কোনও সুরাহা করতে পারেনি পাকিস্তান। সেই কারণেই কি আইসিসির বৈঠকে গেলেন না নকভি? প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement