Pakistan Cricket Board

২৫ কোটি টাকা ক্ষতির মুখে! তা-ও পরোয়া নেই, ভারতকে হুঁশিয়ারি দিয়েই চলেছে পাক বোর্ড

এশিয়া কাপ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান থেকে এক পা-ও সরতে চাইছে না পাকিস্তান। তার জন্য আর্থিক ক্ষতি হলেও পরোয়া নেই তাদের বোর্ডের। ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:১৯
Share:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে এশিয়া কাপে খেলা নিয়ে সমস্যায় বাবর আজ়মরা। —ফাইল চিত্র

পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বড় আর্থিক ক্ষতি হতে পারে তাদের। তাতে বিশেষ চিন্তা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির। উল্টে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়েছেন তিনি। নাজম জানিয়েছেন, ভারত যদি পাকিস্তানের প্রস্তাব না মানে তা হলে এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারেন তাঁরা।

Advertisement

এশিয়া কাপ আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে একটি বিশেষ প্রস্তাব দিয়েছে পিসিবি। তাদের মতে, ভারত তাদের ম্যাচ অন্য কোনও দেশে খেলুক। কিন্তু বাকিরা পাকিস্তানেই খেলবে। ভারত এই প্রস্তাব মানবে কি না তা এখনও নিশ্চিত নয়। তার মাঝেই মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান। নাজম বলেছেন, ‘‘আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা মানতে হবে। নইলে এশিয়া কাপ থেকে নাম তুলে নেব আমরা। তাতে আমাদের ২৫ কোটি টাকা ক্ষতি হবে। তাতে পরোয়া করি না। এটা সম্মানের বিষয়।’’

পাকিস্তান কী চাইছে সেটা আরও এক বার পরিষ্কার করে দিয়েছেন নাজম। তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি যে ভারত তাদের ম্যাচ অন্য কোনও দেশে খেলতে পারে। কিন্তু বাকি সব ম্যাচ পাকিস্তানে হবে। এর বাইরে অন্য কিছু আমরা মানব না।’’

Advertisement

চলতি বছর সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, দেশের সরকার যা সিদ্ধান্ত নেবে তারা সেটাই মেনে চলবে। এই প্রসঙ্গে নাজম বলেছেন, ‘‘পাকিস্তানে এখন নিরাপত্তার কোনও সমস্যা নেই। যদি ওদের সরকার ওদের খেলতে নিষেধ করে তা হলে তার লিখিত প্রমাণ আমাদের দেখাতে হবে। যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ডের মতো দেশের কোনও সমস্যা নেই তখন ভারতের কী সমস্যা বুঝতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন