Pakistan Cricket Board

বিদেশি কোচের টাকা মেরে দিয়েছে পাকিস্তান! উঠল অভিযোগ, জবাব দিল পাক ক্রিকেট বোর্ডও

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক। পাক বোর্ডের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেসন গিলেসপির। পাল্টা যুক্তি দিয়ে প্রাক্তন কোচের দাবি ওড়ালেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৫:৪০
Share:

মহসিন নকভি। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ করলেন জেসন গিলেসপি। জাতীয় দলের প্রাক্তন টেস্ট ক্রিকেট কোচের অভিযোগে বিচলিত নন পিসিবি কর্তারা। তাঁদের পাল্টা দাবি, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কোনও টাকা পাবেন না।

Advertisement

এক সাক্ষাৎকারে পিসিবির বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ করেছেন গিলেসপি। তিনি বলেছেন, ‘‘বিস্তারিত বলতে চাই না। এখনও অপেক্ষা করছি। পারিশ্রমিক বাবদ কিছু টাকা এখনও পাওনা রয়েছে আমার। যে টাকা আমার প্রাপ্য হয়, তার একটা অংশ পাব। এটা হতাশাজনক। আশা করি খুব দেরি হওয়ার আগেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে।’’ পিসিবির কাছ থেকে কত টাকা পাবেন তা জানাননি গিলেসপি।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন পিসিবি কর্তারা। তাঁদের দাবি, কোনও টাকা বকেয়া নেই। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রাক্তন কোচের দাবি প্রত্যাখ্যান করছে। কারণ, তিনি চুক্তি অনুযায়ী চার মাসের নোটিস না দিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন। যা পরিষ্কার একতরফা চুক্তিভঙ্গ। চুক্তিতে স্পষ্ট বলা ছিল, দু’পক্ষকেই চার মাসের নোটিস দিতে হবে দায়িত্ব ছাড়ার বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। কোচও বিষয়টি জানতেন।’’ চুক্তিমতো প্রাপ্য টাকা গিলেসপিকে মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাক বোর্ডের।

Advertisement

অন্যতম সহকারী টিম নিয়েলসনের চুক্তি নবীকরণ না করায় গিলেসপির সঙ্গে পিসিবির সম্পর্ক তলানিতে ঠেকেছিল। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে মতবিরোধ লেগেছিল তাঁর। শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের আগে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement