Babar Azam Criticised

নিজের জন্য খেলেছেন বাবর! কিউয়িদের কাছে হারের পরে তোপের মুখে প্রাক্তন পাক অধিনায়ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের মাটিতে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান। সেই ম্যাচে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমের ধীর গতির ইনিংস। ম্যাচের পর বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫১
Share:

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বাবরের খেলার একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের মাটিতে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান। সেই ম্যাচে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমের ধীর গতির ইনিংস। ম্যাচের পর বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি নিজের জন্য ‘স্বার্থপরের’ মতো খেলেছেন অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

Advertisement

বাবর ৯০ বলে ৬৪ করেন। অর্ধশতরান করতে সময় নেন ৮১ বল। তাঁর খেলার মধ্যে কোনও পরিকল্পনাও দেখা যায়নি। কাকে আক্রমণ করবেন, কাকে ধরে খেলবেন সেটাও বুঝতে পারছিলেন না। তাই বল নষ্ট করেছেন।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম অত্যন্ত বিরক্ত। বলেছেন, “আমি চাই না দলের প্রধান ক্রিকেটার ৯০ বলে ৬০ রান করুক। তার থেকে ৩০ বলে ৩৫ রান করলেও চলবে। এখনকার দিনে এত ধীর গতির খেলা চলে না।”

Advertisement

চেতেশ্বর পুজারার মতে, বাবরের খেলায় কোনও আগ্রাসন ছিল না। গন্ডগোল ছিল পায়ের নড়াচড়াতেও। বলেছেন, “স্পিনারদের বিরুদ্ধে ওর পায়ের নড়াচড়া ঠিক ছিল না। পা ব্যবহারই করতে পারছিল না। বলের কাছাকাছি পৌঁছতে পারছিল না। অপেক্ষা করছিল কখন বল ওর কাছে আসে। শুধু তা-ই নয়, ও কোনও বলে চার বা ছয় মারার চেষ্টা করছিল না। খুচরো রান নেওয়ার দিকে মন দিয়েছিল।”

প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি নাম না করে বাবরকে স্বার্থপর বলেছেন। তাঁর কথায়, “৮১ বলে ৫০ করেছে বাবর। ও কি স্রেফ ৫০ করার জন্য খেলছিল? দেশ আগে না বাবর আগে? কেউ ওকে জিজ্ঞাসা করুন। ৫০ করতে গিয়ে মাত্র পাঁচটা তার মেরেছে। ওর থেকে ভাল তো সলমন আঘা খেলেছে। বাবরের সমালোচনা করার জন্য নাকি আমাদের গদ্দার বলা হয়। এ বার কী বলবেন?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement