Pakistan vs New Zealand

কোহলির নজির ভাঙলেন বাবর, তবু দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ়‌ে হার পাকিস্তানের, চ‍্যাম্পিয়ন কিউয়িরা

বিরাট কোহলির নজির ভেঙে দিলেন বাবর আজম। এক দিনের ক্রিকেটে যুগ্ম ভাবে দ্রুততম ৬০০০ রানের নজির গড়লেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না। ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে নিউ জ়িল্যান্ড জিতল পাঁচ উইকেটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭
Share:

নিউ জ়‌িল্যান্ড ম্যাচে বাবর আজ়‌ম। ছবি: এএফপি।

বিরাট কোহলির নজির ভেঙে দিলেন বাবর আজম। এক দিনের ক্রিকেটে যুগ্ম ভাবে দ্রুততম ৬০০০ রানের নজির গড়লেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না। ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে নিউ জ়িল্যান্ড জিতল পাঁচ উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ধাক্কা পাকিস্তানের কাছে। কারণ সেই প্রতিযোগিতা দেশের মাটিতেই খেলবে পাকিস্তান।

Advertisement

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ফখর জ়মানের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ধীরগতিতেই করেন বাবর। সপ্তম ওভারে জেকব ডাফির একটি বলে ড্রাইভ করে ৬০০০ রান পূর্ণ করেন। ১২৩টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন বাবর। একই সংখ্যক ইনিংস নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলাও।

পাশাপাশি এশিয়ার দ্রুততম ক্রিকেটার হিসাবে ৬০০০ রান হল বাবরের। ২০২৩-এর মে মাসে দ্রুততম হিসাবে ৫০০০ রান করেছিলেন বাবর। তবে এক দিনের বিশ্বকাপ এবং তার পরে এক দিনের ক্রিকেটে খারাপ ফর্মের কারণে একক ভাবে দ্রুততম ৬০০০ রান করা হল না তাঁর।

Advertisement

আগে ব্যাট করতে নেমে পাকিস্তান কখনওই দাপট দেখাতে পারেনি। বাবর ২৯ রানে ফিরে যান। মাঝে হাল ধরেছিলেন রিজওয়ান (৪৬) এবং সলমন আঘা (৪৫)। চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটি গড়েন। তাঁরা দু’জন ফিরতেই পাকিস্তানের ইনিংস ধসে পড়ে। তায়াব তাহির (৩৮) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ৪৯.৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

জবাবে নিউ জ়‌িল্যান্ড শুরুতে উইল ইয়ংকে (৫) হারালেও রান তাড়া করতে সমস্যায় পড়েনি। যিনিই ক্রিজ়‌ে নেমেছেন তিনিই রান করেছেন। পরের পর জুটিই তাদের জিততে সাহায্য করেছে। ডেভন কনওয়ে (৪৮), ড্যারিল মিচেল (৫৭), টম লাথাম (৫৬) প্রত্যেকেই সফল। ২৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় নিউ ‌জ়িল্যান্ড।

উল্লেখ্য, এই দুই দল ঠিক পাঁচ দিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা হবে করাচিতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement