Fakhar Zaman Ruled Out

ভারতের বিরুদ্ধে নামার আগে ধাক্কা পাকিস্তানের, চোটের জন্য ছিটকে গেলেন পাক ওপেনার

ভারতের বিরুদ্ধে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে পাকিস্তান। তার আগে বড় ধাক্কা খেল তারা। ওপেনার ফখর জ়‌মান চোটের কারণে ছিটকে গেলেন। একাধিক সংবাদমাধ্যমের দাবি, দলের সঙ্গে ম্যাচ খেলতে দুবাই যাননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাক্কা খেল পাকিস্তান। ছবি: পিটিআই।

ভারতের বিরুদ্ধে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে পাকিস্তান। তার আগে বড় ধাক্কা খেল তারা। ওপেনার ফখর জ়‌মান চোটের কারণে ছিটকে গেলেন। বৃহস্পতিবার একাধিক পাকিস্তানি এবং ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দলের সঙ্গে ম্যাচ খেলতে দুবাই যাননি তিনি। ফলে রবিবার খেলার সম্ভাবনা নেই। তবে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনিংসের দ্বিতীয় বলেই চোট পান জ়‌মান। দৌড়ে একটি চার বাঁচাতে গিয়ে বাউন্ডারির আগে গোড়ালিতে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠের ধারে বিজ্ঞাপনী বোর্ডে হেলান দিয়ে বসে পড়েন। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে তাঁর।

নবম ওভারে আবার ফিল্ডিং করতে নামেন তিনি। একটি ক্যাচও ধরেন। তবে বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাঁকে। আবার মাঠ ছেড়ে উঠে যান তিনি। ওপেনও করতে পারেননি। চার নম্বরে ব্যাট করতে নামেন। চারটি চারের সাহায্যে ৪১ বলে ২৪ রান করেন। তবে দলকে জেতাতে পারেননি।

Advertisement

পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। এ বার ছিটকে গেলেন আর এক ওপেনার জ়‌মানও। ফলে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের সমস্যা যে বাড়ল তাতে সন্দেহ নেই। নিউ জ়‌িল্যান্ড ম্যাচে সাউদ শাকিলকে ওপেন করতে নামানো হয়েছিল। শোনা যাচ্ছে, ইমাম উল হককে দলে নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এই জ়মানই একার হাতে হারিয়ে দিয়েছিলেন ভারতকে। সে বার তাঁর ১১৪ রানের সৌজন্যে বড় স্কোর করে পাকিস্তান। তা ভারত তুলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement