Pakistan vs England

বৃষ্টিতে বাতিল পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও, মাঠে না নেমেই বিশ্বকাপে সুবিধা পেয়ে যাচ্ছেন হরমনপ্রীতেরা!

শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ডের পর বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও। মহিলাদের এক দিনের বিশ্বকাপে পর পর দু’দিন চারটি দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২২:৫৬
Share:

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

মাঠে না নেমেই মহিলাদের এক দিনের বিশ্বকাপে সুবিধা পেয়ে যাচ্ছেন হরমনপ্রীত কৌরেরা। বুধবার বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও। ন্যাট সিভার ব্র্যান্টদের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধা হল চাপে থাকা ভারতীয় দলের।

Advertisement

বুধবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। কলম্বোর ২২ গজে পাক বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে চার বারের বিশ্বজয়ীরা। ইংল্যান্ডের প্রথম সারির কোনও ব্যাটারই দলকে ভরসা দিতে পারেননি। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

তাদের ইনিংসের ২৫ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয় সে সময় ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৭৯। বৃষ্টি থামার পর ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে আবার খেলা শুরু হয়। সময় নষ্ট হওয়ায় ওভার সংখ্যা কমে ৩১ করা হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড করে ৯ উইকেটে ১৩৩ রান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৩। পাকিস্তানের ইনিংসের ৬.৪ ওভারের পর আবার বৃষ্টি নামে। সে সময় পাকিস্তানের রান ছিল ৩৪/০। আর খেলা শুরু করা যায়নি। দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। ২৭ রানে ৪ উইকেট নেন ফতিমা।

Advertisement

এই ম্যাচের পর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার চার ম্যাচে ৭ পয়েন্ট। নেট রান রেটের নিরিখে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। চার ম্যাচে ৩ পয়েন্ট নিউ জ়িল্যান্ডের। তারা রয়েছে পঞ্চম স্থানে। বৃষ্টির জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের মতো দলগুলি পয়েন্ট নষ্ট করায় মাঠে না নেমেই সুবিধা পেয়ে যাচ্ছে হরমনপ্রীত কৌরের ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement