আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে বিড়ম্বনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলেরই এক ক্রিকেটারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ব্রাত্য ক্রিকেটার হাসান আলি। তাঁর প্রশ্ন, সাইম আয়ুবকে বোর্ডের খরচে লন্ডনে চিকিৎসা করাতে পাঠানো হলেও বাকিরা সেই সুবিধা পান না কেন?
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন আয়ুব। ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। লন্ডনে পাঠানো হয়েছে তাঁকে। হাসানের অভিযোগ, তিনি নিজে বেশ কয়েক বার চোট পেলেও কখনও এমন উদ্যোগ নেওয়া হয়নি।
একটি পডকাস্টে হাসান বলেছেন, “সাইম আয়ুব চোট পেয়েছে। ও তোমার দলের খেলোয়াড়। তা হলে আমি কি ২০২০ সালে দলে ছিলাম না? যদি অন্য কেউ চোট পায় তা হলে সে কি পাকিস্তানের হয়ে খেলে না? আমি কি তখন ভারতের হয়ে খেলতাম?”
এখানেই না থেমে হাসান আরও বলেছেন, “আপনি সাইম আয়ুবকে ভিভিআইপি চিকিৎসা করাচ্ছেন। যদি ভবিষ্যতে আর কেউ চোট পায় তাকেও কি বিদেশে পাঠাবেন? না, পাঠাবেন না। তা হলে এখন করলেন কেন? আশা করব আয়ুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে সব উত্থানেরই একটা পতন রয়েছে। আয়ুব আবার চোট পেলে ওকে নিশ্চিত ভাবেই আর বিদেশে পাঠানো হবে না।”
আয়ুব ছিটকে যাওয়ায় পাকিস্তানের দলও কিছুটা বদলেছে। বাবর আজমকে ওপেন করতে পাঠানো হবে।