Aamir Jamal

সদ্যোজাত কন্যাকে হারিয়ে বিধ্বস্ত পাক অলরাউন্ডার, সমাজমাধ্যমে নিজেই দুঃসংবাদ দিলেন জামাল

সমাজমাধ্যমে সদ্যোজাত কন্যার মৃত্যুর খবর দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল। কবে এবং কী ভাবে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে, তা অবশ্য জানাননি ২৯ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০০:১৫
Share:

আমির জামাল। ছবি: এক্স।

সদ্যোজাত কন্যার মৃত্যুতে মানসিক ভাবে বিধ্বস্ত পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল। সমাজমাধ্যমে ভক্তদের দুঃসংবাদ জানিয়েছেন ২৯ বছরের ক্রিকেটার। ঠিক কী কারণে কন্যার মৃত্যু হয়েছে, তা জানাননি পাক ক্রিকেটার।

Advertisement

সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন জামাল। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতের একটি আঙুল মুঠো করে ধরে রেখেছে সদ্যোজাত কন্যা। হৃদয়বিদারক সেই ছবির সঙ্গে জামাল লিখেছেন, ‘‘আল্লা, আল্লা। আমার ছোট্ট পরী, আমি আর তোমাকে ধরে রাখতে পারলাম না। তুমি যেন স্বর্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত থাক।’’ তিনি আরও লিখেছেন, ‘‘বাবা এবং মা সব সময় তোমার অভাব অনুভব করবে।’’ তবে একরত্তি মেয়ের মৃত্যুর কারণ জানাননি পাক অলরাউন্ডার। কবে এই দুর্ঘটনা ঘটেছে, তা-ও জানাননি।

সমাজমাধ্যমে জামালের এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। জামালকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের বহু প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার। এক দিনের বিশ্বকাপ খেলতে ব্যস্ত মহিলা ক্রিকেটারেরাও জামাল এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Advertisement

দেশের হয়ে আটটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জামাল। পাক জোরে বোলারের ব্যাটের হাতও বেশ ভাল। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন। পাকিস্তানের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয় জামালকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement