Pakistan Super League

ওয়াঘা সীমান্তে চলে এল পাকিস্তান সুপার লিগের ট্রফি! কী ভাবে?

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন ওয়াঘা-আর্টারি সীমান্তকে খুব একটা স্পর্শ করতে পারে না। সম্প্রীতি, সৌহার্দ্যের প্রতীক হিসাবেই দেখা হয় এই সীমান্তকে। সেখানে এল পিএসএল ট্রফি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:২৫
Share:

পাকিস্তান সুপার গিলের এই ট্রফিই ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয়। ছবি: টুইটার।

প্রথম দল হিসাবে লাহোর কালান্ডার্স পর পর দু’বার পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। শাহিন শাহ আফ্রিদির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হ্যারিস রউফ সেই ট্রফি নিয়ে চলে এলেন ওয়াঘা সীমান্তে। ভারতীয়দের দেখিয়ে গেলেন ট্রফি।

Advertisement

গত শনিবার ফাইনালে মুলতান সুলতানকে এক রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লাহোর। পর পর দু’বার চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত দলের জোরে বোলার হ্যারিস। রাজনৈতিক সমস্যার কারণে উভয় দেশই পরস্পরের নাগরিকদের ভিসা দেয় না (বিশেষ কারণ ছাড়া)। তাই ইচ্ছা থাকলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে পাকিস্তান প্রিমিয়ার লিগের খেলা দেখার সুযোগ নেই। তেমনই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সুযোগ নেই মাঠে বসে আইপিএলের খেলা দেখার। স্বাভাবিক ভাবেই তাঁরা দেখতে পান না আইপিএল বা পিএসএল ট্রফি।

ক্রিকেটপ্রেম অবশ্য রাজনীতির বাধা মানে না। ভারতে যেমন বাবর আজ়মদের বহু ভক্ত রয়েছেন, তেমন সীমান্তের ওপারেও বিরাট কোহলিদের প্রচুর ভক্ত রয়েছেন। দু’দলের ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভাল। সে জন্যই হয়তো হ্যারিস পিএসএল ট্রফি নিয়ে ঘুরে গেলেন ওয়াঘা সীমান্তে। দূর থেকে হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যাতে দেখতে পান ট্রফিটি। ভারতের আর্টারি সীমান্তকে পিছনে রেখে হাতে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন হ্যারিস। অর্থাৎ, তাঁর পিছনে ছিলেন ভারতীয়রা।

Advertisement

পঞ্জাবের এই সীমান্তে প্রতি দিন দু’দেশের সীমান্ত রক্ষীরা বিশেষ প্যারেড করেন। যা দেখতে বহু মানুষ যান সেখানে। দর্শকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা রয়েছে সীমান্তের দু’পারেই। ভারত-পাকিস্তান সম্পর্কের শীতলতা ওয়াঘা-আর্টারি সীমান্তকে খুব একটা স্পর্শ করতে পারে না। যুযুধান দুই সহোদর দেশের মানুষের সম্প্রীতি, সৌহার্দ্যের প্রতীক হিসাবেই দেখা হয় এই সীমান্তকে। হয়তো সে কারণেই এই সীমান্তকে বেছে নিয়েছেন হ্যারিস। পিএসএল ট্রফি নিয়ে ঘুরে গেলেন পাকিস্তানের জোরে বোলার।

ওয়াঘা সীমান্তে পিএসএল ট্রফি হাতে হ্যারিস রউফ।

রাজনৈতিক কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। শুরুর দিকে অবশ্য শোয়েব আখতার, ওয়াসিম আক্রম, সোহেল তনবীরের মতো পাক ক্রিকেটাররা অংশ নিয়েছেন ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগে। আবার ভারতীয় ক্রিকেটাররাও বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন