Wasim Akram

ওয়াসিম আক্রমের বিরুদ্ধে তদন্ত শুরু পাকিস্তানে, কী অভিযোগ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে?

অভিযোগের ভিত্তিতে ওয়াসিম আক্রমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী তদন্ত হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৬:৫০
Share:

ওয়াসিম আক্রম। —ফাইল চিত্র।

আইনি জটিলতায় জড়ালেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে আক্রমের বিরুদ্ধে।

Advertisement

আক্রমের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। মহম্মদ ফিয়াজ় নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। আক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ফিয়াজ়ের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁর আরও অভিযোগ, ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত আক্রম। ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে। অভিযোগ নিয়ে আক্রমের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক বলেছেন, ‘‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আমরা ওয়াসিম আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’ তবে এ ব্যাপারে আক্রমকে এখনও কোনও নোটিস পাঠাননি তদন্তকারীরা। উল্লেখ্য, একই অভিযোগে গত শনিবার গ্রেফতার হয়েছেন পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান। যিনি ডকি ভাই নামেও পরিচিত। ফলে অভিযোগ প্রমাণিত হলে সমস্যায় পড়তে পারেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement