Shaheen Afridi

ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন শাহিন আফ্রিদি? কী জানালেন এই পাক জোরে বোলার?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে যশপ্রীত বুমরার জন্য অপেক্ষা করেছিল ভারত। পাকিস্তানের নির্বাচকরা অপেক্ষা করছেন শাহিনের জন্য। বিশ্বকাপে কি খেলতে পারবেন পাক জোরে বোলার?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৮
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের খেলা এখনও নিশ্চিত নয়। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত খেলতে দেখা যাবে শাহিন আফ্রিদিকে। চোট সারিয়ে প্রায় সুস্থ পাকিস্তানের জোরে বোলার। সব ঠিক থাকলে তিনিই অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।

Advertisement

এশিয়া কাপে খেলতে পারবেন ধরে নিয়ে শাহিনকে পাকিস্তান দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে সুস্থ অবস্থায় পেতে এশিয়া কাপের মধ্যেই শাহিনকে চিকিৎসার জন্য লন্ডন পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুর লিগামেন্টে চোট পান শাহিন। চোট না সারায় এশিয়া কাপে খেলতে পারেননি তিনি।

শাহিন জিমে ট্রেনিংয়ের একটি ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেছেন। তাতে তিনি শুধু লিখেছেন, ‘প্রায় খেলার মতো অবস্থায়।’ শাহিনের এই পোস্ট ঘিরেই আশার আলো দেখছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের খেলার ব্যাপারে পিসিবির তরফে সরকারি ভাবে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। পাক বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল হাসনাইন বলেছেন, ‘‘শাহিনের চোটের পরিস্থিতি নিয়ে পিসিবির মেডিক্যাল টিম প্রতি দিন রিপোর্ট পাচ্ছে। ওর হাঁটুর অনেক উন্নতি হয়েছে। আমরা আশা করছি, আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন খেলতে পারবে।’’

Advertisement

লন্ডনে চিকিৎসকদের পরামর্শ মতো শাহিন ট্রেনিং শুরু করেছেন। পিসিবি কর্তারা মনে করছেন বিশ্বকাপ শুরুর আগেই জোরে বোলার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাঁর ব্যাপারে নিশ্চিত হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে পাকিস্তান। শাহিন খেলতে পারলে পাকিস্তানের বোলিং আক্রমণের শক্তি অনেক বাড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপে। চিন্তা কমবে বাবর আজমদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন