India vs Pakistan

বিশ্বকাপ খেলতে এসে আমদাবাদ নিয়ে চিন্তা শুরু পাকিস্তানের

বিশ্বকাপ খেলতে ভারতে এসে কিছু দিন আগে থেকেই হায়দরাবাদে ঘাঁটি গেড়েছে পাকিস্তান। সেখানে দু’সপ্তাহ অপেক্ষা করার পর যাবে আমদাবাদে। সেখানেও একই অভ্যর্থনা চাইছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৯:২৩
Share:

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে বিশ্বকাপে খেলবে ভারত-পাকিস্তান। ছবি: পিটিআই।

বিশ্বকাপ খেলতে ভারতে এসে কিছু দিন আগে থেকেই হায়দরাবাদে ঘাঁটি গেড়েছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচ-সহ বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ সেখানেই খেলবে তারা। কিন্তু চিন্তা রয়েছে আমদাবাদ নিয়ে। হায়দরাবাদে ভালবাসা পেলেও আমদাবাদে কী হবে, তা নিয়ে এখনও কিছুটা শঙ্কিত পাকিস্তান।

Advertisement

ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়ার সময়েই আপত্তি তোলা হয়েছিল পড়শি দেশের তরফে। সেখানে পাকিস্তানের ম্যাচ চাননি প্রাক্তন পাক বোর্ড প্রধান নাজাম শেট্টি। কিন্তু আইসিসি বা বিসিসিআই, কেউই সেই আবেদনে কর্ণপাত করেনি। ফলে আমদাবাদেই ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে।

হায়দরাবাদে এসে অভ্যর্থনায় অভিভূত পাকিস্তানের ক্রিকেটারেরা। সেই প্রসঙ্গে শাদাব বলেন, “হায়দরাবাদ বিমানবন্দরেই অসাধারণ অভ্যর্থনা পেলাম আমরা। অনেকেই আমাদের টিম হোটেলে দেখা করার জন্যে আসছেন। আতিথেয়তাতেও কোনও খামতি নেই।”

Advertisement

হায়দরাবাদের খাবারের কথা বিশেষ ভাবে উঠে এসেছে শাদাবের মুখে। বলেছেন, “সুস্বাদু খাবার পেয়েছি আমরা। সাপোর্ট স্টাফেরা চিন্তিত। ওদের ধারণা, আমাদের ওজন অনেকটা বেড়ে যেতে পারে। আশা করি আমদাবাদেও আমরা একই ধরনের অভ্যর্থনা পাব।”

রবিবার সাংবাদিক বৈঠকে আসার সময় শাদাবের বলিউড-প্রীতিরও পরিচয় পাওয়া গিয়েছে। বিশালদেহী এক দ্বাররক্ষীকে দেখে হেসে তিনি বলেছেন, “আরে, এখানে সিংঘমও চলে এসেছে দেখছি।” প্রসঙ্গত, সিংঘম অজয় দেবগণ অভিনীত একটি জনপ্রিয় সিনেমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন