Shoaib Malik

তৃতীয় বিয়ের পর তিন বার ‘লক্ষ্মণরেখা’ পেরোলেন, শোয়েব মালিককে নিয়ে হাসাহাসি

তৃতীয় বিয়ের পর ক্রিকেটে মন নেই শোয়েবের। পাক অলরাউন্ডারের বোলিংয়ে মাঠেই বিরক্তি প্রকাশ করলেন তামিম। তাঁর হাস্যকর বোলিং দেখে বিদ্রুপ করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৪
Share:

শোয়েব মালিক এবং সানা জাভেদ। —ফাইল চিত্র।

কয়েক দিন আগেই তৃতীয় বিয়ের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া মির্জ়ার প্রাক্তন স্বামী পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর থেকেই খবরে রয়েছেন শোয়েব। মাঠে হাস্যকর পারফরম্যান্সের জন্য তিনি আবার খবরের কেন্দ্রে।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে একটি ওভারে তিনটি ‘নো’ বল করেছেন শোয়েব। স্পিনার হয়েও একই ওভারে শোয়েব কী করে তিন বার ‘লক্ষ্মণরেখা’র (ক্রিজ়) বাইরে পা ফেললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচে শোয়েবকে আক্রমণে এনেছিলেন তামিম ইকবাল। প্রথম ওভার বল করতে এসেই তিনটি ‘নো’ বল-সহ ১৮ রান দেন শোয়েব। তাঁর বোলিং দেখে মাঠেই বিরক্তি প্রকাশ করেন বরিশালের অধিনায়ক তামিম। দলের অন্য ক্রিকেটারেরাও খুশি হননি পাক স্পিনারের ‘নো’ বল করার বহর দেখে।

শোয়েবের সেই ওভারের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বিদ্রুপ করেছেন শোয়েবকে। এক জন মন্তব্য করেছেন, ‘‘বিয়ে হোক বা নো বল, শোয়েব তিনটে করেই করেন।’’ অনেকে বলেছেন, নতুন বউ পেয়ে ক্রিকেটে মন নেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের।

Advertisement

সানাকে বিয়ের কথা গত শনিবার জানিয়েছিলেন শোয়েব। সে দিনই এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছিলেন তিনি। যদিও সোমবারের ম্যাচে তাঁর বোলিং পারফরম্যান্স নিয়ে চলছে হাসাহাসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement