Preity Zinta on Glenn Maxwell

প্রীতি তাঁকে বিয়ে করেননি বলেই খারাপ খেলছেন ম্যাক্সওয়েল! জবাবে কী বললেন পঞ্জাবের মালকিন

এ বারের আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েল খারাপ খেলায় প্রীতি জ়িন্টাকে দায়ী করেছেন কয়েক জন। তাঁদের পাল্টা জবাব দিয়েছেন পঞ্জাব কিংসের মালকিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২০:২৭
Share:

গ্লেন ম্য়াক্সওয়েল (বাঁ দিকে) ও প্রীতি জ়িন্টা। —ফাইল চিত্র।

অনেক আশা করে এ বারের আইপিএলের নিলামে ৪ কোটি ২০ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল পঞ্জাব কিংস। কিন্তু ভাল খেলতে পারেননি তিনি। বাধ্য হয়ে ম্যাক্সওয়েলকে দল থেকে বাদ দিতে হয় তাদের। ম্যাক্সওয়েল খারাপ খেলায় কয়েক জন প্রীতি জ়িন্টাকে দায়ী করেছেন। তাঁদের পাল্টা জবাব দিয়েছেন পঞ্জাবের মালকিন।

Advertisement

এক্স মাধ্যমে এক জন লিখেছেন, “ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি ও আপনার দলের হয়ে ভাল খেলছে না?” এই মন্তব্য আরও অনেকে শেয়ার করেন। মজা করার জন্যই হয়তো এই পোস্ট করেছেন তাঁরা। কিন্তু প্রীতি ভাল ভাবে নেননি সেটা। তিনি পাল্টা জবাব দিয়েছেন।

জবাবে প্রীতি লিখেছেন, “আপনি কি বিভিন্ন দলের পুরুষ মালিকদেরও এই প্রশ্ন করেন? না কি এটা শুধুই মহিলাদের জন্য? ক্রিকেটে আসার আগে আমি জানতাম না কর্পোরেট মাধ্যমে মহিলাদের কাজ করা কতটা কঠিন। আমি নিশ্চিত, আপনি হয়তো মজা করেই এই প্রশ্ন করেছেন। কিন্তু আমি আপনাকে বলব, নিজের প্রশ্ন ভাল করে বোঝার চেষ্টা করুন। কারণ, এই কথাটা ভাল নয়। আমার মনে হয়, ১৮ বছর ধরে আইপিএলে এত পরিশ্রম করে আমি কিছুটা হলেও সম্মান অর্জন করেছি। সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।”

Advertisement

ম্যাক্সওয়েলের সঙ্গে পঞ্জাবের সম্পর্ক বেশি পুরনো। ২০১৪ সালে শেষ যে বার পঞ্জাব প্লে-অফ তথা ফাইনালে উঠেছিল, সে বার ম্যাক্সওয়েল এই দলেই খেলতেন। প্রীতির দলের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৩৪২ রান করেছেন তিনি। নিয়েছেন ১৭টি উইকেট।

তবে এ বার একেবারেই ভাল ফর্মে নেই তিনি। সাতটি ম্যাচে মোট ৪৮ রান করেছেন ম্যাক্সওয়েল। গড় মাত্র ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। তার মধ্যে একটি ম্যাচেই ৩০ রান করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। নিয়েছেন চারটি উইকেট। বাধ্য হয়ে ম্যাক্সওয়েলকে প্রথম একাদশ থেকে সরিয়ে দিয়েছে পঞ্জাব। তার পরেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। সেখানে জড়িয়ে যাচ্ছে প্রীতির নাম। বিষয়টি যে তিনি ভাল ভাবে নিচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন পঞ্জাবের মালকিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement