Mohsin Naqvi Centres India Vs Pakistan Controversy in Asia Cup 2025

ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!

অবশেষে ট্রফি বিতর্ক নিয়ে প্রথম মন্তব্য করলেন মহসিন নকভি। এশিয়া কাপ ফাইনালের তিন দিন পর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে ভারতকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৮:১৭
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর থেকে নাটক চলছে। আক্রমণ-পাল্টা আক্রমণ হচ্ছে ভারত-পাকিস্তান দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। বাদ যায়নি মঙ্গলবারের এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকও। কিন্তু এত ক্ষণ সব খবর শোনা যাচ্ছিল সূত্রের মুখ থেকে। অবশেষে মুখ খুললেন মহসিন নকভি। বিতর্ক শুরু হওয়ার তিন দিন পর। ভারতের সংবাদমাধ্যমকে নিশানা করেছেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে ভারতকে।

Advertisement

বুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর করে যে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। কিন্তু ট্রফি ফেরত দেননি তিনি। এই খবরকে অসত্য বলে দাবি করেছেন নকভি। ফেসবুক ও এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।”

নকভির দাবি, ভুয়ো খবর পরিবেশন করে ভারতের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সংবাদমাধ্যমগুলি। তিনি লেখেন, “এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।”

Advertisement

এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল, ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নকভি। তাঁকে ট্রফি ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। নকভি অবশ্য দাবি করেছেন, ট্রফি দিতে কোনও সমস্যা নেই তাঁর। নকভি লেখেন, “এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই।”

তবে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নকভির হাত থেকে ট্রফি তারা নেবে না। হয় সেই ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে। নইলে দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে রেখে দিতে হবে। নকভি নিজের দাবিতে অনড়। তিনি লেখেন, “যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।”

নকভি যা-ই দাবি করুন না কেন, ভারতীয় বোর্ড বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাইছে না। নকভির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে চলেছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান ও এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি নকভির আরও একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তাঁর একটি রাজনৈতিক পরিচয়ও আছে। সেই পরিচয় সামনে এনে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।

এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি। তার পরেই ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিজের হোটেলের ঘরে নিয়ে চলে যান নকভি। এই ঘটনায় এশীয় ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের অভিযোগ, এশীয় কাউন্সিলের প্রধান নন, এশিয়া কাপে নকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। যে দল যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশীয় ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নকভিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছে ভারত। এই বিষয়ে অপর কয়েকটি দেশের বোর্ডকে পাশে পেতে পারে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement