ICC Champions Trophy 2025

খারাপ আলোয় ক্যাচ ধরতে গিয়ে আহত রাচিন, গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে প্রশ্নের মুখে পাক কর্তারা

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগেই বিতর্ক। প্রশ্ন উঠে গেল নতুন করে সাজিয়ে তোলা গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের মান নিয়ে। ক্যাচ ধরতে গিয়ে মুখ ফেটে রক্তাক্ত হলেন রাচিন রবীন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪১
Share:

ক্যাচ ধরতে গিয়ে আহত রাচিন রবীন্দ্র। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রশ্ন উঠে গেল গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে। ত্রিদেশীয় সিরিজ়ের পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ম্যাচে রাচিন রবীন্দ্র আহত হন একটি ক্যাচ ধরতে গিয়ে। আলোর জন্য বল ঠিকমতো দেখতে পাননি কিউয়ি অলরাউন্ডার। বল সোজা গিয়ে লাগে তাঁর মুখে। আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

Advertisement

শনিবার ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। মহম্মদ রিজ়ওয়ানদের ইনিংসের ৩৮তম ওভারে মিচেল ব্রেসওয়েলের বলে খুশদিল শাহ ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তুলে শট মারেন। সেখানে ফিল্ডার ছিলেন রাচিন। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেন। বলের কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ফ্লাডলাইটের আলো পড়ায় শেষ মুহূর্তে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। বলের গতিপথ বুঝতে পারেননি। সরাসরি তাঁর মুখে গিয়ে লাগে বল। বলের আঘাতে রক্তাক্ত মুখ নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সরকারি ভাবে কিছু না বললেও গদ্দাফি স্টেডিয়ামের আলোর ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরা। পাকিস্তানের একাধিক ক্রিকেটারও সমস্যার কথা বলেছেন। এই ঘটনায় পিসিবি কর্তাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে সাজিয়ে তোলা গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পর্যাপ্ত আলোর অভাবের কথা বলেছেন অনেকে। আলোর গতিপথ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পিসিবি কর্তারা।

Advertisement

এই ঘটনায় নিউ জ়িল্যান্ডের জয় পেতে কোনও সমস্যা হয়নি। প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারের দল করে ৬ উইকেটে ৩৩০। ১০৬ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। জবাবে ৪৭.৫ ওভারে ২৫২ রানে শেষ হয় রিজ়ওয়ানদের ইনিংস। এই ম্যাচে ব্যাট করতে পারেননি হ্যারিস রউফ। বল করার সময় চোট পান পাকিস্তানের জোরে বোলার। ৬.২ ওভার বল করে উঠে যান। তাতে উদ্বেগ তৈরি হয়। পরে রিজ়ওয়ান জানিয়েছেন, রউফের চোট গুরুতর নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement