বাংলাদেশ ক্রিকেট দল (পিছনে)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (সামনে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম
শুধু মুখে নয়, এ বার লিখিত ভাবে পাকিস্তান জানিয়ে দিল, তারা বাংলাদেশের পাশে রয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চিঠি দিয়ে আইসিসিকে জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তা তারা সমর্থন করছে।
আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। তার ঠিক এক দিন আগে চিঠিতে পিসিবি জানিয়েছে যে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অবস্থান, তাকে তারা সমর্থন করছে। ‘ক্রিকইনফো’ ওয়েবসাইটের খবর অনুযায়ী পিসিবি এই চিঠি আইসিসি বোর্ডের অন্য সদস্যদেরও পাঠিয়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে আবেদন করেছে, তা নিয়ে আলোচনার জন্য বুধবার একটি বোর্ড মিটিং ডেকেছে আইসিসি। অনেকে মনে করছেন, পিসিবির এই চিঠির কারণেই শেষ মুহূর্তে বৈঠক ডাকা হয়েছে।
অনেকে আবার এরকমও মনে করছেন, পাকিস্তানের এই চিঠির কোনও প্রভাব আইসিসির সিদ্ধান্তে পড়বে না। আইসিসি এখনও পর্যন্ত বিশ্বকাপের সূচি পরিবর্তন না করার দিকেই ঝুঁকে রয়েছে। অর্থাৎ, বিশ্বকাপে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। পাকিস্তানের চিঠিতে সেই সিদ্ধান্ত বদলাবে না।
আইপিএল থেকে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করে তারা। তাতে রাজি হয়নি আইসিসি। এরপর বাংলাদেশ তাদের গ্রুপ বদলে দেওয়ার প্রস্তাব দেয়। বিশ্বকাপে তারা গ্রুপ সি-তে রয়েছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ়, ইটালি, ইংল্যান্ড ও নেপাল আছে। এই গ্রুপের খেলা কলকাতা এবং মুম্বইয়ে। বিসিবি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশকে বি গ্রুপে সরিয়ে নিয়ে সেখান থেকে আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। কারণ, সি গ্রুপের সব খেলা শ্রীলঙ্কায় রয়েছে। কিন্তু আইসিসি এই প্রস্তাবও মানেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডও এতে রাজি হয়নি।
সমস্যা সমাধানে আইসিসি এবং বিসিবি বেশ কয়েক বার আলোচনায় বসেছে। গত শনিবার ঢাকায় শেষ বারের জন্য বৈঠক হয়। কিন্তু কোনও পক্ষই এখনও পর্যন্ত তাদের অবস্থান থেকে সরেনি।
এর মধ্যে পাক বোর্ডের অবস্থান নতুন করে জটিলতা তৈরি করেছে। আগেই জানা গিয়েছিল, পাক বোর্ড বলেছে বাংলাদেশের দাবি মানা না হলে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না। এ বার লিখিত ভাবে নিজেদের অবস্থান জানাল পাকিস্তান।