India vs England

১০ বছর আগের ‘খারাপ’ মাঠে হবে ভারত-ইংল্যান্ড ম্যাচ, ৩০০ রানের পিচ, দাবি প্রস্তুতকারকের

বিশ্বকাপের সময়েও নাগপুরের পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নাগপুরেই খেলবেন রোহিত শর্মারা। তবে নতুন পিচে খেলা হবে। যে পিচে ৩০০ রান উঠবে বলে মনে করছেন প্রস্তুতকারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪
Share:

নাগপুরের পিচ। —ফাইল চিত্র।

নাগপুরে বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ। ২০১৫ সালে যে মাঠের পিচকে ‘খারাপ’ তকমা দিয়েছিল আইসিসি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের সময়েও নাগপুরের পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নাগপুরেই খেলবেন রোহিত শর্মারা। তবে নতুন পিচে খেলা হবে। যে পিচে ৩০০ রান উঠবে বলে মনে করছেন প্রস্তুতকারক।

Advertisement

বুধবার নাগপুরের পিচে ঘাস ছিল। তবে তা কেটে ফেলা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার যে পিচে ম্যাচ হবে সেখানে এর আগে খেলা হয়নি। এই পিচে ৩০০ রান হতে পারে বলে জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। তবে ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল পিচের চরিত্র বুঝতে পারেননি। তিনি জানিয়েছেন, পিচ কেমন ব্যবহার করবে তা বলা মুশকিল।

লাল বলের ক্রিকেটে সাধারণত স্পিন সহায়ক উইকেট পাওয়া যায় নাগপুরে। সাদা বলের ক্রিকেটে যদিও সকলেই সাহায্য পান পিচ থেকে। নাগপুরে টস জিতে শেষ ন’টি ম্যাচের মধ্যে তিন বার সেই দল জিতেছে। টস জিতে ব্যাট নিয়ে মাত্র এক বার কোনও দল জিতেছে। টস জিতে বল নিলে জিতেছে দু’বার।

Advertisement

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে ম্যাচ। ভারত এবং ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির এটাই শেষ সুযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement