West Indies Cricket

প্রস্তুতির অভাবকে দুষছেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক, বিপর্যয়ের পরেও আশাবাদী হোল্ডার

দলের ব্যর্থতার জন্য প্রস্তুতির অভাব এবং মানসিকতাকে দায়ী করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। হোল্ডার অবশ্য তরুণ প্রজন্মের উপর আস্থা রাখছেন। দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন কর্তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১০:২৮
Share:

শনিবার স্কটল্যান্ডের কাছে হারের পর মাথা নীচু করে মাঠ ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। ছবি: আইসিসি।

এক দিনের বিশ্বকাপে প্রথম বার খেলবে না ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম দু’বারের চ্যাম্পিয়নরা এ বার যোগ্যতা অর্জন করতে পারেনি। শনিবার স্কটল্যান্ডের কাছে হেরে ছিটকে গিয়েছেন জেসন হোল্ডারেরা। দলের পারফরম্যান্সে হতাশ অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর আশা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট। একই মত অধিনায়ক শাই হোপের।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হোল্ডার। এমন বিপর্যয়ের পরও আশা দেখছেন। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় না সব কিছু শেষ হয়ে গিয়েছে। প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে আমাদের। ওরা আরও উন্নতি করবে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ঘুরে দাঁড়াবে।’’ তরুণদের উপর আস্থা রাখলেও হোল্ডারের মতে, তাঁদের ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সব রকম সাহায্য করতে হবে। তিনি বলেছেন, ‘‘আমাদের তরুণ ক্রিকেটারদের পাশে থাকহে হবে। শুধু প্রতিযোগিতার সময় নয়, অন্য সময়ও ওদের পাশে থাকা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। তা হলে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে পারব আমরা।’’

কী ভাবে আগের অবস্থায় ফিরতে পারে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট, তাও জানিয়েছেন হোল্ডার। অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন, ‘‘আমাদের এক দম নীচের স্তর থেকে নজর দিতে হবে। যাতে ওরা সিনিয়র পর্যায় আসার আগে শক্ত ভিত তৈরি করতে পারে। ছোটদের দিকে আমাদের বাড়তি নজর দিতেই হবে। আমাদের সময় দিতে হবে। চাইলেই রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে না। পরিকল্পনা করে এগোতে পারলে দু’বছর পর থেকে আমরা ফলাফল আশা করতে পারব।’’

Advertisement

বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়ে হতাশ হোপও। ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক মেনে নিয়েছেন, গোটা প্রতিযোগিতাতেই খারাপ খেলেছেন তাঁরা। হোপ বলেছেন, ‘‘সত্যি বলতে আমরা পারিনি। পুরো প্রতিযোগিতাটাই অত্যন্ত হতাশাজনক। আমাদের বেশ কিছু জায়গায় নজর দিতে হবে। প্রাথমিক কিছু বিষয়ে নজর দিতে হবে। আমরা মোটেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। তবে মানসিকতাই আসল।’’ দলের ব্যর্থতায় কিছুটা ক্ষুব্ধ তিনি। ওয়েস্ট অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের আরও বেশি চেষ্টা করতে হবে। মানসিকতা বদলাতে হবে। কিছু ক্ষেত্রে ভাল করলেও আমাদের ধারাবাহিকতা ছিল না। আরও ভাল প্রস্তুতি নেওয়া উচিত ছিল আমাদের। ক্রিকেট কোনও রকেট বিজ্ঞান নয়। ফিরে আসার রাস্তা আমাদেরই খুঁজে বের করতে হবে। নিজেদেরই ঠিক করতে হবে সামনের রাস্তা।’’

অধিনায়কের সঙ্গে এ ব্যাপারে একমত হোল্ডার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়কে দায়িত্ব নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে আলাদা আলাদা ভাবে নয়, ওয়েস্ট ইন্ডিজ়ের সব দেশকে একত্রিত হয়ে কাজ করতে হবে। হোল্ডার বলেছেন, ‘‘আঞ্চলিক ভাবে ভাবলে হবে না। একত্রিত হয়ে একটি গোষ্ঠী হিসাবে এগিয়ে চলার কথা ভাবতে হবে। আমরা সত্যি যেটা করতে চাই, সেটা নিয়েই ভাবতে হবে।’’

গত দু’টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে হোল্ডারের। তৃতীয় বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়ে হতাশ অলরাউন্ডার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ়ের ফলাফল ছিল হতাশাজনক। অথচ ২০ ওভারের ক্রিকেটেও তারা দু’বারের চ্যাম্পিয়ন। পর পর দু’টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বেহাল দশা মানতে পারছেন না হোল্ডার। তিনি বলেছেন, ‘‘ভীষণ হতাশ লাগছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা খুব খারাপ করেছিলাম। এক দিনের এবং টি-টোয়েন্টির কয়েকটা বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে আমার। এগুলো বিশেষ সুযোগ। তাই আরও বেশি হতাশার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন