India Vs New Zealand

এক দিনের সিরিজ় হেরে চাপে গম্ভীর, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যের দলে দু’টি বদলের সম্ভাবনা

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মার মতো নিয়মিত দুই সদস্যকে ছাড়া খেলতে হবে সূর্যকুমার যাদবদের। এক দিনের সিরিজ়ে হার চাপ বাড়িয়েছে গৌতম গম্ভীরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৯:২৫
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। ছবি: পিটিআই।

নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়ে হারের পর টি-টোয়েন্টি সিরিজ়ের গুরুত্ব বেড়ে গিয়েছে ভারতীয় শিবিরের কাছে। তার উপর মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়েই চূড়ান্ত করে ফেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের রণকৌশল। ঠিক করে ফেলতে হবে প্রথম একাদশও।

Advertisement

ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মার মতো প্রথম একাদশের নিয়মিত দুই সদস্যকে ছাড়াই মাঠে নামতে হবে সূর্যকুমার যাদবের দলকে। তবে এক দিনের সিরিজ়ে ভরাডুবির পর বিশেষ পরীক্ষা-নিরীক্ষার জায়গায় নেই কোচ গৌতম গম্ভীর। বুধবার নাগপুরে ভারতের ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল ওপেনিং জুটি বিশ্বকাপের আগে ভাঙার পক্ষে নয় ভারতীয় শিবির। তিন নম্বরে ব্যাট করবেন ঈশান কিশন। মঙ্গলবার ঈশানের খেলার কথা জানিয়ে দিয়েছেন সূর্যকুমার। দু’বছরের বেশি সময় পর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন সঞ্জুই।

ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার নিজে। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম অন্যতম চিন্তা গম্ভীরের। বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই সূর্যকুমার। ব্যাটিং অর্ডারের বার বার জায়গা বদলেও সাফল্য পাননি। তাই ক্রিকেটপ্রেমীদেরও বাড়তি নজর থাকবে ব্যাটার সূর্যকুমারের দিকে। পাঁচ নম্বরে ব্যাট নামবেন হার্দিক পাণ্ড্য। অভিজ্ঞ অলরাউন্ডার ভারতের টি-টোয়েন্টি দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। হার্দিকের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে থাকবেন আর এক অলরাউন্ডার শিবম দুবে। সাত নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিংহকে। বিশ্বকাপের আগে তাঁকে ফিনিশার হিসাবে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আট নম্বরে ব্যাট করবেন সহ-অধিনায়ক অক্ষর পটেলকে।

Advertisement

ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। নয় থেকে ১১ নম্বর পর্যন্ত ব্যাট করতে আসবেন বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ এবং জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement