Stuart Broad

Fire at pub: ভোররাতে ক্রিকেটারের পানশালায় ভয়াবহ আগুন, টেস্ট খেলে সেই বোলার তখন ঘুমোচ্ছেন

টেস্ট খেলছিলেন সেই জোরে বোলার। প্রথম দিনের খেলা হয়েছে। ভোর রাতে তাঁরই পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাপক ক্ষতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৪:১৮
Share:

জ্বলছে স্টুয়ার্ট ব্রডের পানশালা। ছবি: টুইটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে তিনি টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত। প্রথম দিন পুরোটা মাঠে থাকার পর রাত্রে বেঘোরে ঘুমোচ্ছিলেন। ট্রেন্ট ব্রিজ থেকে খানিকটা দূরে আপার ব্রাউটনে তাঁরই পানশালায় ভোররাতে ভয়াবহ আগুন লাগল। তার জেরে আপাতত বন্ধ হয়ে গেল স্টুয়ার্ট ব্রডের ‘ট্যাপ অ্যান্ড রান’।

শুক্রবার রাত ৩টে ২০মিনিটে আগুন লাগে ইংল্যান্ডের জোরে বোলার ব্রডের পুরস্কারজয়ী পানশালায়। প্রাক্তন ক্রিকেটার হ্যারি গার্নেরও এই পানশালায় মালিকানা আছে। পানশালার দ্বিতীয় তলা এবং ছাদ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নটিংহ্যামশায়ারের দমকল বিভাগ জানিয়েছে, পানশালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Advertisement

আগুন এতটাই ভয়াবহ আকার নেয়, আশেপাশের বাড়ির লোকেদের বলা হয়, দরজা-জানলা তাঁরা যেন বন্ধ করে দেন। পানশালার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী কয়েক দিনে এই পানশালা যাঁরা সংরক্ষণ করেছিলেন, তাঁদের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। আগামী কয়েক সপ্তাহ আমরা যাবতীয় তথ্য সোশাল মিডিয়ায় দিয়ে দেব। যাঁরা এই সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দ্রুত ফিরব।’

ইংল্যান্ডের জোরে বোলার স্টুয়ার্ট ব্রড। ফাইল ছবি

২০২১ সালে লিস্টারপশায়ারের সেরা পানশালার পুরস্কার পায় ব্রডের ‘ট্যাপ অ্যান্ড রান’।

Advertisement

ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন বলেন, ‘‘এটা ওর জীবনে এতটাই জড়িয়ে রয়েছে যে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে। কোনও হতাহত হয়নি, সেটা ভেবে ও খুশি।’’

পানশালার একেবারে পাশ‌েই থাকেন কীর্তি চহ্বন। তিনি বলেন, ‘‘মনে হচ্ছে ওদের পুরোটাই আবার নতুন করে তৈরি করতে হবে। কত স্মৃতি এই পানশালায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন