ICC Champions Trophy 2025

ত্রিদেশীয় সিরিজ় জিতেই জোড়া সুখবর দিলেন নিউ জ়িল্যান্ডের কোচ, দ্রুত ফিরছেন দুই ক্রিকেটার

ত্রিদেশীয় সিরিজ়‌ চলাকালীন চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। চোট পেয়েছিলেন লকি ফার্গুসনও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’জনকে নিয়ে মুখ খুললেন কিউয়ি কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭
Share:

ত্রিদেশীয় সিরিজ়‌ জয়ের পর কিউয়ি ক্রিকেটারেরা। ছবি: এএফপি।

ত্রিদেশীয় সিরিজ়‌ চলাকালীন চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। ফাইনাল-সহ একাধিক ম্যাচে খেলতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনও সমস্যা হবে না। তেমনটাই মনে করছেন কোচ গ্যারি স্টেড। এমনকি লকি ফার্গুসনও চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও না কোনও ম্যাচে খেলতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Advertisement

শুক্রবার ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে নিউ জ়‌িল্যান্ড। সেই আত্মবিশ্বাস আরও বেড়েছে দুই ক্রিকেটারদের প্রত্যাবর্তনের কথায়।

কিউয়ি কোচ বলেছেন, “লাহোরে খেলতে গিয়ে খারাপ ধরনের চোট পেয়েছিল রাচিন। চোট সারিয়ে উন্নতি করছে এটাই সবচেয়ে খবর। যা যা নিয়ম রয়েছে সেগুলো আমরা অনুসরণ করছি। কয়েকদিন ধরে ওর মাথায় ব্যথা ছিল। সেটা আস্তে আস্তে কমছে। বেশ কয়েকটা বল খেলেছে অনুশীলনে। তবে এখনও কয়েকটা ধাপ বাকি। তার পরেই ও ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে।”

Advertisement

এ দিকে, ফার্গুসন চোট পেয়েছিলেন আমিরশাহির টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে। ত্রিদেশীয় সিরিজ়‌ে খেলতে পারেননি। তাঁরও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কোচ বলেছেন, “লকি বেশ কিছু দিন ধরেই মাঠের বাইরে। এখন ও দলের সঙ্গেই রয়েছে। সম্প্রতি হালকা বোলিংও করেছে। বলের গতি ধীরে ধীরে বাড়াচ্ছে। ওর উন্নতির দিকে আমরা নজর রাখছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা-দুটো ম্যাচ ওকে খেলাতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement