India vs England 2025

ম্যাঞ্চেস্টারে হার বাঁচানোর লড়াই শুভমনদের, শেষ দিন আবহাওয়া সঙ্গ দেবে ভারতকে? পূর্বাভাস কী

ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ দিন ইনিংসে হার বাঁচাতে ভারতকে আরও ১৩৭ রান করতে হবে। সিরিজ়ের চতুর্থ টেস্টে ভারতের জয়ের আশা নেই। খুব বেশি হলে ড্র করতে পারেন শুভমন গিলেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৩:৩৮
Share:

রবিবার সকাল থেকে মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে কোণঠাসা ভারত। ম্যাঞ্চেস্টারে ইনিংসে হার বাঁচাতে শেষ দিন শুভমনদের প্রয়োজন আরও ১৩৭ রান। হাতে রয়েছে ৮ উইকেট। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরের সহায়ক হতে পারে আবহাওয়া। শেষ দিনের খেলা বৃষ্টি বিঘ্নিত হলে কিছুটা সুবিধা হবে ভারতের। রবিবার ম্যাঞ্চেস্টারে শুভমনেরা কি এই সুবিধা পাবেন?

Advertisement

সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দলের জন্য রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাঞ্চেস্টার টেস্ট হারলে সিরিজ়ও হাতছাড়া হবে শুভমনদের। ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর, রবিবার সকালে হালকা বৃষ্টি হয়েছে ম্যাঞ্চেস্টারে। লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাসও খুশি করতে পারে ভারতীয় দলকে।

আবহবিদেরা জানিয়েছেন, রবিবার সারা দিনই মেঘলা থাকবে আকাশ। দুপুর ১টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। তার পর পরিস্থিতি কিছুটা ভাল হতে পারে। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ। বিকাল ৪টে থেকে ৫টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ। বিকাল ৫টার পরও বৃষ্টির সম্ভাবনা থাকবে ২০ শতাংশ। অর্থাৎ, রবিবার সারা দিনই বৃষ্টি হতে পারে ম্যাঞ্চেস্টারে।

Advertisement

বৃষ্টি হলে খেলা হবে না। সুবিধা পাবে ভারতীয় দল। আবার বৃষ্টি না হয়ে শুধু মেঘলা আবহাওয়া থাকবে সমস্যা বাড়বে। সুবিধা পাবেন ইংল্যান্ডের জোরে বোলারেরা। ব্যাটিং করা কঠিন হবে ব্যাটারদের জন্য। সে ক্ষেত্রে হার বাঁচানো কঠিন হতে পারে ভারতের। শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৩ ওভার খেলা হয়েছে। নতুন বলের জন্য বেন স্টোকসদের আরও ১৭ ওভার অপেক্ষা করতে হবে। ফলে পঞ্চম দিন প্রথম ঘণ্টা দেড়েক পুরনো বল খেলার সুবিধা পাবেন শুভমনেরা।

প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড করেছে ৬৬৯ রান। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ভারত। চতুর্থ দিনের খেলার শেষে ভারতীয় দলের রান ২ উইকেটে ১৭৪। লোকেশ রাহুল ৮৭ এবং শুভমন ৭৮ রানে অপরাজিত আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement