India VS England Test Series

হেডিংলেতে বৃষ্টি! ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলায় কতটা ব্যাঘাত ঘটতে পারে

হেডিংলেতে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার জেরে সোমবারের খেলায় কতটা ব্যাঘাত হতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৪:১৫
Share:

বৃষ্টির জেরে ঢাকা রয়েছে মাঠ। ছবি: সমাজমাধ্যম।

হেডিংলেতে ভারত-ইল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ ছিল। ফলে খেলা শেষ হতেও দেরি হয়েছিল। তৃতীয় দিনও বৃষ্টি হয়। তবে তত ক্ষণে নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টির জেরে খেলায় ব্যাঘাত হতে পারে।

Advertisement

সোমবার খেলা শুরুর আগে হেডিংলেতে বৃষ্টি হচ্ছে। ফলে মাঠ ঢাকা রয়েছে। ‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, সারা দিনই আকাশে মেঘ থাকবে। সকালের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি। স্থানীয় সময় সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৪৫ শতাংশ। অর্থাৎ, খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হতে পারে। তাতে খেলা শুরু হতে দেরি হতে পারে।

বেলা যত গড়াবে তত বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয় সময় বেলা ১১টা বৃষ্টির সম্ভাবনা ৩২ শতাংশ। বেলা ১২টাতেও ৩২ শতাংশ বৃষ্টি হতে পারে। দুপুর ১টায় তা কমে হবে ২১ শতাংশ। দুপুর ২টো থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবার সন্ধ্যা ৭টা থেকে বৃষ্টি হতে পারে। তবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের খেলা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি আগে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে তা হলে খেলা শেষ হওয়ার সময় বাড়ানো হয়। এ ক্ষেত্রে সেই সুযোগ না-ও পাওয়া যেতে পারে।

Advertisement

সোমবার গোটা দিন ধরে ২০ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইবে। ফলে ব্যাটারদের আরও সমস্যা হবে। এমনিতেই বার বার খেলা বন্ধ হলে ব্যাটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। তার পর হাওয়া বইলে পেসারেরা বাড়তি সুবিধা পাবেন। ফলে ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

ইংল্যান্ডে খেলার মাঝে বৃষ্টি নতুন নয়। হেডিংলেতে প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাটারেরা দাপট দেখিয়েছে। পিচের যা হাল তাতে বাকি দু’দিনে দুটো ইনিংস শেষ করা কঠিন। তবে আবহাওয়া ছবিটা বদলে দিতে পারে। বৃষ্টিতে পরিবেশ বদলে গেলে পেসারেরা সুবিধা পেতে পারে। যদি ভারতের দ্বিতীয় ইনিংস তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা হলে ইংল্যান্ডের জেতার সুযোগ থাকবে। কিন্তু বৃষ্টিতে ওভার নষ্টও হয়। সে ক্ষেত্রে দুটো ইনিংস শেষ হওয়ার মতো ওভার না-ও থাকতে পারে। যদি তেমনটা হয় তা হলে খেলা ড্রয়ের দিকে এগোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement