বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
আইপিএলে রাজস্থান রয়্যালস নয়, বৈভব সূর্যবংশীর পছন্দ ছিল অন্য একটি দল। ৬ বছর বয়সে সেই দলকে সমর্থন করত সে। এখন সেই দল আর নেই। নিলামে বৈভবকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর সেই দলের হয়েই ইতিহাস গড়েছে সে।
২০১৭ সালে বৈভব আইপিএলের একটি ম্যাচ দেখতে গিয়েছিল। তার গালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের নাম লেখা ছিল। মাথায় ছিল সেই দলের ফেট্টি। সেই দলের জার্সিও পরেছিল সে। পুণের দলটির মালিক ছিলেন সঞ্জীব গোয়েন্কা। এখন আর আইপিএলে দলটি নেই। গোয়েন্কা এখন লখনউ সুপার জায়ান্টসের মালিক। তিনিও বৈভবের ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, “অবাক হয়ে কাল রাতে খেলা দেখছিলাম। সকালে এই ছবিটি দেখতে পেলাম। বৈভব আমার দলকে সমর্থন করছিল। ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের জন্য গলা ফাটিয়েছিল ও। অনেক শুভেচ্ছা বৈভবের জন্য। এমন প্রতিভা, আত্মবিশ্বাসকে স্যালুট। ৩৫ বলে অসাধারণ শতরান।”
৬ বছর বয়সে আইপিএলে বৈভব সূর্যবংশী। ছবি: এক্স।
২০১৭ সালে বৈভবের বয়স ছিল ৬ বছর। তখনই আইপিএলের খেলা দেখতে মাঠে পৌঁছে গিয়েছিল সে। বিহারের বৈভবের পছন্দ ছিল পুণের দলটি। এখন আর সেই দল নেই। আইপিএলে দু’বছরের জন্যই ছিল দলটি। বৈভব কোন মাঠে পুণের খেলা দেখতে গিয়েছিল, তা যদিও জানা যায়নি।