Rajasthan Royals

Rajasthan Royals: বোলার, অলরাউন্ডারে বিশেষ নজর সঞ্জুদের

প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এ বার ৬২ কোটি টাকা নিয়ে নিলামে বসছে। মাত্র তিন জন ক্রিকেটারকে রেখে দেওয়া হয়েছে দলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৪
Share:

লক্ষ্য: নিলাম থেকে ভবিষ্যতের জন্য ক্রিকেটার চান সঞ্জু। ছবি: টুইটার।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন মনে করেন, আসন্ন আইপিএল নিলাম থেকে আগামী ৫-৬ বছরের দল তৈরি হয়ে যাবে। তাই ক্রিকেটার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যাঁদের নিয়ে ভবিষ্যতেও দল গড়ার কথা ভাবা যাবে।

Advertisement

প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এ বার ৬২ কোটি টাকা নিয়ে নিলামে বসছে। মাত্র তিন জন ক্রিকেটারকে রেখে দেওয়া হয়েছে দলে।

রেখে দেওয়ার সেই তালিকায় সঞ্জুর সঙ্গেই রয়েছেন জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। তাই রাজস্থানের কাছে বিষয়টি খুবই পরিষ্কার। মূলত ভাল বোলার ও অলরাউন্ডারদের এ বারের নিলামে তুলে নিতে হবে তাদের। যে হেতু উপরের সারির তিন ব্যাটারকে রেখে দেওয়া হয়েছে দলে। রাজস্থান রয়্যালসের তরফে সঞ্জু বিবৃতি দিয়েছেন, ‘‘এ বারের নিলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, দশ দল তাদের প্রিয় ক্রিকেটারদের নিতে চাইবে। প্রত্যেক দলই ভবিষ্যৎ তৈরি করার কথা ভাববে। যাতে আগামী ৫-৬ বছর দল নিয়ে বেশি চিন্তা করতে না হয়।’’ তরুণ অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা চেষ্টা করেছি, ট্রায়ালে যতটা সম্ভব ক্রিকেটারদের দেখে নিতে। ভারতীয় তরুণ ক্রিকেটারেরা ভাল থাকলে দল এমনিতেই দাঁড়িয়ে যাবে।’’

Advertisement

সঞ্জু যোগ করেছেন, ‘‘এমন ক্রিকেটারদের দলে নিতে চাই, যারা রাজস্থান রয়্যালসকে আরও এক বার আইপিএল টেবলের শীর্ষ স্থানে নিয়ে যেতে পারে।’’

বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামের আসর বসতে চলেছে। তার আগে দলের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গকারা নানা অঙ্ক কষে ফেলেছেন। কী ধরনের ক্রিকেটার তাঁদের প্রয়োজন, কাদের নিলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, তা নিয়েও আলোচনা করেছেন। সঙ্গকারা বলেছেন, ‘‘আমাদের অ্যানালিটিক্স বিভাগ একটি তালিকা তৈরি করেছে। আমরা বুঝতে পেরেছি, কাদের নিলে দল মজবুত হবে। তরুণ ক্রিকেটারদের নিয়েই দল গড়ার পরিকল্পনা রয়েছে যাতে আগামী নিলামগুলোয় আমাদের খুব একটা মাথাব্যথা না থাকে।’’ যোগ করেছেন, ‘‘ক্রিকেটার বেছে নেওয়ার পদ্ধতি সত্যি খুব কঠিন। আমরা চেষ্টা করেছি সঠিক তথ্য বার করে সেই ক্রিকেটারের পারফরম্যান্স যাচাই করার। বর্তমান ছন্দের উপরে ভিত্তি করছি। তবে কোনও ক্রিকেটার এমনও থাকতে পারে, যারা আগে ভাল খেলেছে, কিন্তু বর্তমানে সে রকম কিছু করতে পারছে না। তাদের উন্নতি করা যাবে কি না সেটাও নিলামের আগেই আমরা চিন্তা করে নিয়েছি।’’

অধিনায়ক নিয়ে রাজস্থানের কোনও মাথাব্যথা নেই। সঞ্জুকে রেখে দিয়ে এ বিষয়ে চিন্তামুক্ত রাজস্থান। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের নেওয়ার লক্ষ্যে রয়েছে তারা। কার্তিক ত্যাগি, রিয়ান পরাগদের নিয়ে ভালই ফল পেয়েছে সঞ্জুর দল। এ বারও কি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের নেওয়ার পরিকল্পনা রয়েছে? সঞ্জুর উত্তর, ‘‘কাদের নেওয়া হবে, সেটা নিলামেই পরিষ্কার হয়ে যাবে। আগে থেকে কি আর এ বিষয়ে বলা যায়? আমাদের যাদের পছন্দ, অন্য কোনও দলের লক্ষ্যেও সে থাকতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement