Abishek Porel

Abishek Porel: ৭৩ রান করে বাংলাকে লড়াইয়ে রেখেও খুশি হতে পারছেন না অভিষেক

বরোদার বিরুদ্ধে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে বাংলাকে জিতিয়েছিলেন অভিষেক। দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। প্রথম দিনের শেষে কটক থেকে আনন্দবাজার অনলাইনকে অভিষেক বললেন, “এই ম্যাচেও পিচ সবুজ ছিল। মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছিল পিচ।” 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭
Share:

অভিষেক পোড়েল। —ফাইল চিত্র

রঞ্জিতে প্রথম দিনে ২৪২ রানে শেষ বাংলা। অভিষেক পোড়েলের ৭৩ রান না থাকলে এই রান তোলাও কঠিন হয়ে যেত বাংলার পক্ষে। তবু খুশি হতে পারছেন না তরুণ উইকেটরক্ষক। আরও বড় ইনিংস দলের প্রয়োজন ছিল বলে মনে করছেন তিনি।

৬২ বলে ৭৩ রান করেন অভিষেক। ইনিংস শেষে তিনি বলেন, “আমি ইতিবাচক খেলা খেলতে চেয়েছি। যা অনুশীলন করেছি সেটাই ম্যাচে করার চেষ্টা করেছি। দলের জন্য আরও বড় ইনিংস দরকার ছিল। সেটা করতে পারিনি বলে খারাপ লাগছে। যে বলে আউট হয়েছি ওটা বুঝতে অসুবিধা হয়েছিল। পরে ব্যাট করতে এসে আগের ম্যাচেও রান করেছি, তাই এ দিন কোনও চাপ ছিল না আমার উপর।”

Advertisement

বরোদার বিরুদ্ধে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে বাংলাকে জিতিয়েছিলেন অভিষেক। দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। প্রথম দিনের শেষে কটক থেকে আনন্দবাজার অনলাইনকে অভিষেক বললেন, “এই ম্যাচেও পিচ সবুজ ছিল। মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছিল পিচ।”

অভিষেকের আক্ষেপ রয়ে গেল আরও বড় রান করতে না পারায়। দিনের শেষে হায়দরাবাদের স্কোর ১৫/২। বাংলা এগিয়ে রয়েছে ২২৭ রানে। দ্বিতীয় দিন শুরু থেকেই উইকেট নিতে চাইবে বাংলা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন