রবি বিশ্নোই (বাঁ দিকে) এবং ঋষভ পন্থ। ছবি: পিটিআই।
চেন্নাইয়ের বিরুদ্ধে ভালই বল করেছিলেন তিনি। রান কম দেওয়ার পাশাপাশি দু’টি উইকেটও নিয়েছিলেন। তবু অধিনায়ক ঋষভ পন্থ তাঁকে দিয়ে পুরো ওভার বল করাননি। তাই জন্য কি পন্থের উপর রেগে গিয়েছেন? ম্যাচের পর নিজেই উত্তর দিয়েছেন রবি বিশ্নোই। জানিয়েছেন, পন্থের সিদ্ধান্তের পাশেই আছেন।
একানা স্টেডিয়ামে তিন ওভার বল করে ১৮ রান দিয়ে রাহুল ত্রিপাঠী এবং রবীন্দ্র জাডেজাকে আউট করেন বিশ্নোই। ক্যাচ না পড়লে আরও একটি উইকেট পেতে পেতে পারতেন। কিন্তু ১৩ ওভারের পর আর বল করেননি।
ম্যাচের পর বিশ্নোই বলেছেন, “আসলে আমার বল করা নিয়ে কোনও কথা হয়নি। দু’-এক বার উইকেটের সামনে এসে বুঝিয়েছি আমি বল করতে চাই। কিন্তু পন্থের মনে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল, অধিনায়কই পরিস্থিতিটা ভাল বুঝতে পারবে। কারণ ও স্টাম্পের পিছন থেকে খেলাটা ভাল দেখতে পায়। তাই ও যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক।”
লখনউয়ের মন্থর পিচে বাড়তি এক জন স্পিনার খেলালেও যে লাভ হত না, সেটা স্বীকার করে নিয়েছেন বিশ্নোই। তাঁর কথায়, “আমাদের দলে তিন স্পিনার ছিলই। মার্করাম পুরো ওভার বল করেছে। (দিগ্বেশ) রাঠি বল করেছে। আমি করেছি। তাই তিন জন স্পিনার তো ছিলই। আরও এক জন স্পিনার হয়তো এই পিচে খেলানো সম্ভব ছিল না।”
বিশ্নোই আরও বলেছেন, “তা ছাড়া ধোনিভাইকে আমরা যতটা চিনি, যদি বল ওর এলাকায় থাকে এবং দিনটা ওর হয়, তা হলে কারও সাধ্য নেই কিছু করার।”