জস বাটলার (বাঁ দিকে) এবং রবি শাস্ত্রী। — ফাইল চিত্র।
সাড়ে তিনশোর উপর রান তাড়া করতে নেমে তখন মাঠে ধুঁকছিল তাঁর দল। জফ্রা আর্চারের অবশ্য সে সবে মন ছিল না। ডাগআউটের এক কোণে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ক্যামেরার ধরা পড়া সেই দৃশ্য নিয়ে হইচই শুরু হয়েছে। আর্চার-সহ গোটা ইংল্যান্ড দলকেই কটাক্ষ করেছেন রবি শাস্ত্রী। তার পাল্টা উত্তর দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
বুধবারের ম্যাচে ইংল্যান্ডের সামনে ৩৫৭ রানের লক্ষ্য রেখেছিল ভারত। শুরুটা ভাল করেও মাঝের দিকে গিয়ে খেই হারিয়ে ফেলে ইংরেজরা। ২৫তম ওভার চলাকালীন ইংল্যান্ডের স্কোর তখন ১৫৪/৫। তখনই ক্যামেরা ধরে ইংল্যান্ডের ডাগআউটকে। দেখা গিয়েছে, এক কোণে রেলিংয়ে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছেন আর্চার। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তা দেখে হাসতে থাকেন। বলেন, “ঘুমনোর জন্য এটাই বোধহয় সেরা সময়।”
তার আগে ইংল্যান্ডের মানসিকতার তুলোধনা করেন তিনি। শাস্ত্রী বলেন, “আমি যা শুনলাম, গোটা সফরে ইংল্যান্ড মাত্র এক বার অনুশীলন করেছে। যদি আপনি কঠিন ম্যাচের জন্য তৈরি না থাকেন, তা হলে কখনওই উন্নতি করতে পারবেন না।” বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক দিনের সিরিজ়ে কটক এবং অহমদাবাদ ম্যাচের আগে অনুশীলন করেনি ইংল্যান্ড। একই কারণে প্রাক্তন ইংরেজ অধিনায়ক কেভিন পিটারসেনও সমালোচনা করেছেন নিজের দেশের।
যদিও এই অভিযোগ অস্বীকার করে নিয়েছেন বাটলার। বলেছেন, “জানি না এটা কতটা সত্যি। একটা লম্বা সফর ছিল। অনেকটা যাতায়াতও করতে হয়েছে। দু’-এক বার সত্যি করেই আমরা অনুশীলন করিনি। তবে গোটা সফরে যথেষ্ট অনুশীলন করেছি। দলে ভাল পরিবেশ রাখতে চাই। তার মানে এই নয় যে আমরা অলস।”