Virat Kohli

সমাজমাধ্যমে খুব বেশি দেখা যায় না কোহলিকে! দূরত্ব তৈরি করেছেন, নিজেই জানালেন বিরাট

আরসিবি-তে মিস্টার ন্যাগস বলে একটি চরিত্র রয়েছে। তাকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে মিস্টার ন্যাগসকে ধ্যান করা শেখানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:২৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

এখন আর খুব বেশি সমাজমাধ্যম ব্যবহার করেন না বিরাট কোহলি। তবে ভবিষ্যতে ব্যবহার করবেন বলেও জানিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে এমনটাই বলতে শোনা গেল কোহলিকে।

Advertisement

আরসিবি-তে ‘মিস্টার ন্যাগস’ নামে একটি চরিত্র রয়েছে। তাকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে মিস্টার ন্যাগসকে ধ্যান করা শেখানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ওই অনুষ্ঠানে কোহলি বলেন, “আমি এখন সমাজমাধ্যম ব্যবহার করার মতো জায়গায় নেই। ভবিষ্যতে কী হবে জানি না।”

ভিডিয়োটিতে মিস্টার ন্যাগস জানিয়েছেন, সমর্থকেরা ১৮তম আইপিএলে ১৮ নম্বর জার্সিধারি কোহলির হাতে ট্রফি দেখার জন্য উদগ্রীব। পাল্টা কোহলি জানতে চান, তা হলে এত দিন কি সমর্থকেরা ট্রফি জিততে চাইতেন না? যা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হেসে ফেলেন।

Advertisement

এ বারের আইপিএলে শুরুটা ভাল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ইতিমধ্যেই চারটি ম্যাচ জিতে নিয়েছে তারা। তবে সেই চারটি ম্যাচই বাইরের মাঠে জিতেছে আরসিবি। ঘরের মাঠে হেরে গিয়েছে তারা। ছ’টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরসিবি।

ছ’টি ম্যাচে ২৪৮ রান করেছেন কোহলি। তিনটি অর্ধশতরানও করেছেন তিনি। ফিল সল্টের সঙ্গে জুটি বেঁধে প্রায় প্রতি ম্যাচেই ভাল শুরু করছেন কোহলি। পরের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement