Yash Dayal

যৌন নির্যাতনে অভিযুক্ত দয়াল এ বার নির্বাসিত নিজের রাজ্যের টি২০ লিগ থেকে, আরও সংশয়ে ক্রিকেটজীবন

তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ। সেই যশ দয়াল আরও একটা ধাক্কা খেলেন শনিবার। তাঁকে ইউপি টি২০ লিগ থেকে নির্বাসিত করা হয়েছে। আরও সংশয়ে তাঁর ক্রিকেটজীবন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ২২:১১
Share:

যশ দয়াল। — ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ। সেই যশ দয়াল আরও একটা ধাক্কা খেলেন শনিবার। তাঁকে ইউপি টি২০ লিগ থেকে নির্বাসিত করা হয়েছে। উত্তরপ্রদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজিত হয় প্রতি বছরই। তবে দয়াল এ বার খেলতে পারবেন না। আরও সংশয়ে তাঁর ক্রিকেটজীবন।

Advertisement

ইউপি টি২০ লিগে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল দয়ালের। নিলামে সাত লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল তাঁকে। গত আইপিএলে প্রথম বার বেঙ্গালুরুকে ট্রফি জিততে সাহায্য করেছিলেন দয়াল। ১৩টা উইকেট নিয়েছিলেন তিনি।

যশ যে খেলতে পারবেন না ইউপি টি২০ লিগে তা আগেই বোঝা গিয়েছিল। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়েছিল, যে হেতু মামলা চলছে ও যশকে গ্রেফতার করা হবে না, এমন কোনও নির্দেশ আদালত দেয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলা না মেটা পর্যন্ত যশকে খেলতে দেওয়া হবে না। শনিবার তাঁকে আনুষ্ঠানিক ভাবে নির্বাসিত করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, জুন মাসে গাজিয়াবাদে যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ ছিল, পাঁচ বছর ধরে যশের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই সময়ে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন যশ। তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাল্টা তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যশ।

তার মাঝেই যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে যশের আলাপ। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন যশ। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অছিলায় তাঁকে একটি হোটেলে ডাকেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। পরে আরও কয়েক বার তাঁর সঙ্গে সহবাস করেছেন যশ। জয়পুরের সাঙ্গান থানায় অভিযোগ করেন তিনি। প্রথম সহবাসের সময় নির্যাতিতা নাবালিকা থাকায় যশের বিরুদ্ধে পকসো ধারা মামলা রুজু করা হয়েছে।

যশ আবেদন করেছিলেন, তাঁকে যাতে গ্রেফতার না করা হয়। গত ৬ অগস্ট মামলার শুনানিতে রাজস্থান হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ২২ অগস্ট মামলার পরবর্তী শুনানি। যেহেতু আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি, তাই উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থাও তাঁর পাশে দাঁড়াচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement