WPL 2026

রুদ্বশ্বাস লড়াইয়ে ৩ রানে হার দিল্লির, ব্যর্থ নিকির লড়াই, মহিলাদের আইপিএলে দুইয়ে উঠে এল গুজরাত

হাড্ডাহাড্ডি লড়াই হল মহিলাদের প্রিমিয়ার লিগে। ম্যাচের পাল্লা কখনও ঝুঁকল গুজরাত জায়ান্টসের দিকে। আবার কখনও ম্যাচের রাশ নিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত হারলেন জেমাইমা রদ্রিগেজ়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:২২
Share:

আশা তৈরি করেও জয় পেলেন না জেমাইমা রদ্রিগেজ়েরা। ছবি: বিসিসিআই।

মহিলাদের প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩ রানে জয় পেল গুজরাত জায়ান্টস। শেষ বলে হারাল দিল্লি ক্যাপিটালসকে। শেষ ওভারে ২ উইকেট নিয়ে গুজরাতের জয়ের নায়ক সোফি ডিভাইন। কাজে এল না ব্যাট হাতে নিকি প্রসাদের মরিয়া লড়াই। প্রথমে ব্যাট করে গুজরাত জায়ান্টস করে ৯ উইকেটে ১৭৪ রান। জবাবে ৮ উইকেটে ১৭১ রান দিল্লির।

Advertisement

গুজরাতের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ওপেনার ডিভাইন (১৩) দ্রুত আউট হয়ে যান। তবে ইনিংসের হাল ধরে নেন অন্য ওপেনার বেথ মুনি এবং অনুষ্কা শর্মা। মুনি ৪৬ বলে ৫৮ রান করেন ৭টি চারের সাহায্যে। অনুষ্কা তিন নম্বরে নেমে ২৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। ৮টি চার মারেন তিনি। গুজরাতের হয়ে এ ছাড়া ভাল রান করেন ন’নম্বরে নামা তনুজা কানওয়ার। ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ২১ করেন তিনি।

দিল্লির হয়ে বল হাতে নজর কাড়লেন শ্রী চরণী। ৩১ রানে ৪ উইকেট নিলেন ভারতীয় দলের স্পিনার। ৩৮ রানে ২ উইকেট চিনেলে হেনরির। ১টি করে উইকেট পেয়েছেন মারিজ়ানে কাপ, নন্দিনী শর্মা এবং মিনু মানি।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে জেমাইমা রদ্রিগেজ়ের দল ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেফালি বর্মা (১৪), লিজ়েল লি (১১), জেমাইমা (১৬), কাপ (০), হেনরি (৯) পর পর আউট হয়ে যান। এর মধ্যে কিছুটা লড়াই করেন লরা উলভার্ট। চাপের মধ্যে ২৩ বলে ২৪ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। শেষ দিকে মরিয়া চেষ্টা করেন নিকি প্রসাদ এবং স্নেহ রানা। ওভার প্রতি রান তোলার লক্ষ্য বেড়ে যাওয়ায় তাঁদের কাজ বেশ কঠিন হয়ে যায়। গুজরাতের বোলারদের সামনে ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন দিল্লির দুই ক্রিকেটার। ২০ তম ওভারের প্রথম বলে স্নেহর বিরুদ্ধে রান আউটের আবেদন ঘিরে তৈরি হয় উত্তেজনা। বার বার টেলিভিশন রিপ্লে দেখার পর তাঁকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। শেষ পর্যন্ত স্নেহ করলেন ১৫ বলে ২৯। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার এবং ২টি ছয়। নিকির ব্যাট থেকে এল ২৪ বলে ৪৭ রান। মারলেন ৯টি চার।

শেষ বলে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ৪ রান। কিন্তু ডিভাইনের সেই বলে আউট হয়ে যান তিনি। ওই ওভারেরই চতুর্থ বলে আউট হন স্নেহ। শেষ ওভারে ৯ রান দরকার ছিল জেমাইমাদের। কিন্তু ডিভাইন ৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে গুজরাতকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন।

গুজরাতের সফলতম বোলারও ডিভাইন। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২০ রানে ৩ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের। ৩৭ রানে ১ উইকেট অ্যাশলে গার্ডনারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement