Rishabh Pant

শতরান করেও দলকে জেতাতে পারেননি, বেঙ্গালুরুর কাছে হেরে গোটা দলের সঙ্গে শাস্তি পেলেন পন্থ

আইপিএলে মঙ্গলবার ছিল লখনউয়ের শেষ ম্যাচ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করেও দলকে জেতাতে পারেননি ঋষভ পন্থ। ম্যাচের পর বোর্ডের শাস্তিও পেয়েছেন লখনউয়ের অধিনায়ক। তিনি একা নন, লখনউ দলের সবাই শাস্তি পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১২:৩১
Share:

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

আইপিএলে মঙ্গলবার ছিল লখনউয়ের শেষ ম্যাচ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করেও দলকে জেতাতে পারেননি ঋষভ পন্থ। ম্যাচের পর বোর্ডের শাস্তিও পেয়েছেন লখনউয়ের অধিনায়ক। তিনি একা নন, লখনউ দলের সবাই শাস্তি পেয়েছেন।

Advertisement

আইপিএলে মঙ্গলবারও মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পন্থ। তাঁর ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ বাকি যে ক্রিকেটারেরা প্রথম একাদশে ছিলেন তাঁদের ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ৫০ শতাংশের মধ্যে যেটা কম, সেই অর্থ জরিমানা হিসাবে দিতে হয়েছে। এ বারের আইপিএলে তৃতীয় বার মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেলেন পন্থ।

সপ্তম স্থানে শেষ করে আইপিএল থেকে বিদায় নিলেও পন্থ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মনে করেন দলের মেন্টর জ়াহির খান। ম্যাচের পর তিনি বলেছেন, “অধিনায়ক হিসাবে ভাল পারফর্ম করেছে পন্থ। গোটা মরসুম থেকে এটাই আমাদের একটা ইতিবাচক দিক। ব্যাট হাতে পন্থ যে ফর্মে ছিল, সেটা দেখে নিশ্চয়ই ভবিষ্যতে অনেক কিছু শিখবে। তবে ওর দক্ষতা এবং সাহস নিয়ে কারও মনে সন্দেহ ছিল না।”

Advertisement

পন্থের মতো জ়াহিরও স্বীকার করেছেন যে চোট-আঘাতের কারণেই মরসুমটা এত খারাপ গিয়েছে তাঁদের। জ়াহিরের কথায়, “আইপিএল শুরুর সময় সব দলেরই লক্ষ্য থাকে প্লে-অফে ওঠা। তার জন্য অনেক পরিকল্পনা করতে হয়। মরসুমের শুরু থেকে আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম সেটা কাটানোর আপ্রাণ চেষ্টা করেছি। অনেক বোলারকে চোটের জন্য হারিয়েছি। তবু চেষ্টা করেছি সে দিকে মন না দিতে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement