Rishabh Pant

ভাঙা পা নিয়ে দেশে ফিরছেন পন্থ, চারটি ছবি পোস্ট করে বার্তা দিলেন ভারতের উইকেটকিপার, কী লিখলেন ঋষভ?

ইংল্যান্ড সিরিজ়ের পঞ্চম টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সোমবার নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন ভারতের উইকেটকিপার। সেই সঙ্গে সমর্থকদের উদ্দেশে দিয়েছেন বার্তাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৭:১৯
Share:

নিজের এই ছবি পোস্ট করেছেন পন্থ। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ড সিরিজ়ের পঞ্চম টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সোমবার নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন ভারতের উইকেটকিপার। সেই সঙ্গে সমর্থকদের উদ্দেশে দিয়েছেন বার্তাও।

Advertisement

চারটি ছবি পোস্ট করেছেন পন্থ। প্রথমটিতে দেখা যাচ্ছে, একটি রেস্তোঁরায় বসে রয়েছেন তিনি। হাতে ক্রাচ। ডান পায়ে রঙিন প্লাস্টার। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তাঁর ডান পায়ে বিশেষ জুতো। হাঁটুর নীচ থেকে প্লাস্টার করা। তৃতীয় ছবিতে পন্থের বার্তা। লিখেছেন, “যাঁরা আমার জন্য ভালবাসা এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার শক্তির অন্যতম সেরা উৎস সেগুলো। ভাঙা পা ঠিক হয়ে গেলেই রিহ্যাব শুরু করব। ধীরে ধীরে সে দিকেই এগিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে রেখে, নিজের দৈনন্দিন কাজকর্ম করছি এবং ১০০ শতাংশ দিচ্ছি। দেশের হয়ে খেলা সব সময়ই আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। যে কাজটা ভালবাসি সেটা আবার করার জন্য তর সইছে না।” চতুর্থ ছবিতে আবার রঙিন প্লাস্টার এবং ক্রাচ।

রবিবার ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পন্থ। দরকারে ব্যাট করতে নামার জন্যও তৈরি ছিলেন। ম্যাচের পর পন্থকে কুর্নিশ করে কোচ গৌতম গম্ভীর বলেন, “ভাঙা পা নিয়ে ও যে ভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক।” পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে জানিয়ে দেয়, শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে।

Advertisement

খেলা শেষে ম্যাঞ্চেস্টারের সাজঘরে গম্ভীর বলেন, “ঋষভ, তুমি এই দলের জন্য যা করেছ তার কোনও তুলনা নেই। তোমার লড়াই এই দলের ভিত। আমি দলগত খেলায় আলাদা করে কারও কথা বলতে ভালবাসি না। আমি কোনও দিন আলাদা করে কারও কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তুমি শুধু এই সাজঘরকে উদ্বুদ্ধ করোনি। তুমি পরের প্রজন্মকে অনুপ্রাণিত করেছ। এটাই তোমার কৃতিত্ব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement