Rishabh Pant Injury

প্রথম এক দিনের ম্যাচের আগেই ধাক্কা ভারতের, চোট পেয়ে সিরিজ় থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ

শনিবার বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে ভারতের ঐচ্ছিক অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পান পন্থ। থ্রোডাউন বিশেষজ্ঞের ছোড়া বল খেলতে গিয়ে আচমকাই একটি বল লাফিয়ে উঠে পন্থের কোমরের একটু উপরে লাগে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০০:০০
Share:

ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ড সফরের আগে বড় ধাক্কা ভারতের। শনিবার অনুশীলন ম্যাচে চোট পেয়ে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। দুশ্চিন্তা ভারতীয় শিবিরে।

Advertisement

শনিবার বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে ভারতের ঐচ্ছিক অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পান পন্থ। থ্রোডাউন বিশেষজ্ঞের ছোড়া বল খেলতে গিয়ে আচমকাই একটি বল লাফিয়ে উঠে পন্থের কোমরের একটু উপরে লাগে। সেই মুহূর্তে পন্থকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। কোচ গৌতম গম্ভীর-সহ দলের বাকি সাপোর্ট স্টাফেরা ছুটে যান। চিকিৎসক এসে পন্থের শুশ্রূষা করেন। কিছু ক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি-র দিকে চলে যান তিনি। চোটের কারণ এবং পরিমাণ বোঝার জন্য একটি এমআরআই স্ক্যান করা হয়েছিল পন্থের।

‘টাইমস অফ ইন্ডিয়া’ সূত্রে জানা গিয়েছে, পন্থের ডান পাশের পেশিতে টান লেগেছে এবং ওই টানের জেরে তাঁর পেশি ছিঁড়ে গিয়েছে। এর ফলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন পন্থ। ভারতের এক দিনের দলে নিয়মিত উইকেটরক্ষক কেএল রাহুল হলেও, আচমকা পন্থের ছিটকে যাওয়ার কারণে নির্বাচকেরা শীঘ্রই তাঁর বিকল্প হিসাবে একজনের নাম ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউ জ়িল্যান্ডের এক দিনের সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement