India vs South Africa 2025

গো-হারা হার, চূড়ান্ত লজ্জা, তবু পন্থের কাছে এত বড় পরাজয় শুধুই ‘লিটল’! চুনকাম হওয়া নিয়ে আমতা-আমতা করে গেলেন ঋষভ

ঘরের মাঠে ৪০৮ রানে হারতে হয়েছে। অথচ ম্যাচের পর ভারতীয় দল সে দিকে খুব একটা পাত্তাই দিতে চাইল না। খেলা শেষে অধিনায়ক ঋষভ পন্থ বললেন, এই হার ‘লিটল ডিসাপয়েন্টিং’, অর্থাৎ একটু হতাশার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৪৪
Share:

ভারতের ক্রিকেটার ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

ঘরের মাঠে ৪০৮ রানে হারতে হয়েছে। নিউ জ়িল্যান্ডের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার হাতেও চুনকাম হতে হয়েছে। অথচ ম্যাচের পর ভারতীয় দল সে দিকে খুব একটা পাত্তাই দিতে চাইল না। খেলা শেষে অধিনায়ক ঋষভ পন্থ বললেন, এই হার ‘লিটল ডিসাপয়েন্টিং’, অর্থাৎ একটু হতাশার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে হেরেও কী করে পন্থ ‘একটু’ হতাশ, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চুনকাম হওয়া নিয়েও প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না ভারতের অধিনায়ক।

Advertisement

পন্থ কৃতিত্ব দিয়েছেন বিপক্ষকে। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা গোটা সিরিজ়‌েই তাঁদের দাঁড়াতে দেয়নি। এটাও মেনে নিয়েছেন, তাঁদের অনেক শিক্ষা নিতে হবে। পন্থের কথায়, “এই হার একটু হতাশাজনক। দল হিসাবে আমাদের আরও ভাল খেলতে হবে। বিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। দল হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়টা শাসন করে জিতেছে ঠিকই। তবে ওদের কৃতিত্বটা কেড়ে নেওয়া যায় না।”

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের স্কোরকার্ড।

পন্থের কথা অনুযায়ী, তাঁরা সঠিক মানসিকতা নিয়ে খেলতে নামেননি। যতই গুয়াহাটি টেস্ট পাঁচ দিনে গড়াক, ম্যাচ জিততে গেলে যে ধরনের জয়ের মানসিকতা থাকা দরকার সেটা যে ছিল না তা মেনে নিয়েছেন পন্থ। বলেছেন, “আমাদের মানসিকতা পরিষ্কার থাকতে হবে। ভবিষ্যতে এই হারের কথা মাথায় রেখে খেলতে নামতে হবে আমাদের। নিজেদের অনেক উন্নতি করতে হবে। দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলেছে।”

Advertisement

এর পরেই পন্থের ব্যাখ্যা, “আসলে ক্রিকেট মানেই সুযোগ কাজে লাগানো। ঘরের মাঠে খেলেও আমরা সেটা করতে পারিনি। গোটা সিরিজ়‌েই সেটাই ভুগিয়েছে। ঘরের মাঠেই খেলুন বা বিদেশের মাঠে, ক্রিকেটে একটু হলেও বাড়তি প্রয়াস দরকার হয়। কিছু কিছু সুযোগ কাজে লাগাতে হয়। আপাতত নিজেদের পরিকল্পনায় নজর দেওয়া দরকার। এই সিরিজ় থেকে এটাই আমাদের শিক্ষা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement