Ranji Trophy 2025-26

দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে যশস্বীকে পাবে না মুম্বই, খেলতে পারবেন না ভারতীয় দলের আরও দু’জন

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে মুম্বই এবং দিল্লি। ২৯ জানুয়ারি থেকে এই ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের তিন ক্রিকেটার। সকলেরই চোট বা অসুস্থতাজনিত সমস্যা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৫
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফির মুম্বই-দিল্লি ম্যাচে খেলবেন না যশস্বী জয়সওয়াল। খেলবেন না ভারতীয় দলের আরও দুই সদস্য। অসুস্থতা বা চোটের জন্য তিন জনকে পাওয়া যাবে না এই ম্যাচে। পরে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সকলেই খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খাদ্যে বিষক্রিয়ার কারণে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল যশস্বীকে। সেখানে তাঁর এন্ডোস্কোপি করা হয়। এখনও খেলার মতো অবস্থায় নেই। তাই আগামী ২৯ জানুয়ারি থেকে দিল্লির বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এই ম্যাচে মুম্বই পাবে না শার্দূল ঠাকুরকেও। কিছু দিন আগে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। চোট সারলেও এখনও ম্যাচ খেলার অবস্থায় নেই অভিজ্ঞ অলরাউন্ডার।

এই ম্যাচে দিল্লি পাবে না ঋষভ পন্থকে। ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ভারতীয় দলের অনুশীলনে চোট পেয়েছিলেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারেননি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব পর্ব চলছে পন্থের। তিনিও ২৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না।

Advertisement

লিগ পর্বের এক ম্যাচ বাকি থাকতে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে মুম্বই। অন্য দিকে, শেষ ম্যাচ জিতলেও দিল্লির নক আউট পর্বে যাওয়ার সুযোগ নেই। মুম্বই কোয়ার্টার ফাইনালে যশস্বী এবং শার্দূলকে পাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া অজিঙ্ক রাহানে আগেই পারিবারিক কারণে লিগ পর্বের শেষ দু’টি ম্যাচ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে তাঁকেও পাবে মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement