ICC ODI World Cup 2023

ঠিক হয়ে গেল ভারতের সেমিফাইনাল ম্যাচ কারা খেলাবেন, কোন পাঁচ জন থাকছেন দায়িত্বে?

বিশ্বের সেরা আম্পায়ারেরা বিশ্বকাপের ম্যাচগুলি পরিচালনা করছেন। লিগ পর্বে ৪৫টি ম্যাচে তাঁদের পারফরম্যান্সের নিরিখে সেমিফাইনালের জন্য বেছে নিয়েছে আইসিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৭:৪৮
Share:

লিগের ম্যাচে নিউ জ়িল্যান্ড প্রথম হেরেছিল ভারতের কাছে। —ফাইল চিত্র।

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং নিউ জ়িল্যান্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু’দলের লড়াইয়ের আম্পায়ারদের নাম জানিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

প্রথম সেমিফাইনালের দায়িত্বে থাকবেন দুই অভিজ্ঞ আম্পায়ার। ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং অস্ট্রেলিয়ার রড টাকার। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসাবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডি পাইক্রফট।

অস্ট্রেলীয় টাকারের জন্যও ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ১০০তম এক দিনের ম্যাচ পরিচালনা করবেন তিনি। অন্য দিকে, ২০১৯ সালের বিশ্বকাপেও ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের অন্যতম আম্পায়ার ছিলেন ইলিংওর্থ। সেই ম্যাচে আবার টাকার ছিলেন তৃতীয় আম্পায়ার। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবোরো এবং নিতিন মেনন। কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় আম্পায়ার থাকবেন ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন মাইকেল গঘ এবং জাভাগল শ্রীনাথ সামলাবেন ম্যাচ রেফারির দায়িত্ব। কেটলবোরো এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলাবেন। ভারতের নিতিন এ বারই প্রথম বিশ্বকাপ খেলাচ্ছেন। ফাইনালের আম্পায়ার, ম্যাচ রেফারির নাম পরে ঘোষণা করবে আইসিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন