ICC ODI World Cup 2023

বাংলাদেশের বিরুদ্ধে কি বল করবেন রোহিত? ভারতীয় দলের অনুশীলন দেখে শুরু জল্পনা

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে নামবে ভারত। মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানে রোহিতকে দেখা গিয়েছে নতুন ভূমিকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১০:১৪
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে নামবে ভারত। ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করেছে রোহিত শর্মার দল। জয়ের ধারা বাংলাদেশের বিরুদ্ধেও বজায় রাখতে মরিয়া তারা। মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানে রোহিতকে দেখা গিয়েছে নতুন ভূমিকায়। ব্যাটিং ছেড়ে বোলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। পরামর্শ নিতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement

মঙ্গলবার পুণের এমসিএ স্টেডিয়ামে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানেই রোহিতকে কয়েক ওভার হাত ঘোরাতে দেখা গিয়েছে। ব্যাটার ছিলেন রবীন্দ্র জাডেজা। তিনি বেশ কয়েক বার রোহিতের বোলিংয়ের প্রশংসা করেন। রোহিত সাধারণত বল করেন না। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন কার্যত নিখুঁত বলেই দাবি সতীর্থদের।

রোহিতের বল করার পিছনে রহস্য ফাঁস করেছেন অশ্বিন। বলেছেন, “প্রতিযোগিতার শুরুর দিকে রোহিত বলেছিল ও বল করতে পারে। এখন ভারত ভাল খেলছে বলে ওর বল করার দরকার পড়ছে না। কিন্তু একজন ব্যাটার থাকা ভাল যে বলও করতে পারেন। এটাই রোহিত শর্মা। দক্ষতার কোনও শেষ নেই। হয়তো আমাদের দলে ভারসাম্য আনতে ওকে দরকার হতেও পারে। বাংলাদেশের প্রথম সাতে ৪-৫ জন বাঁ হাতি ব্যাটার রয়েছে। তাদের সামনে ৩-৪ ওভার অফস্পিন করে দিলে মন্দ হবে না।”

Advertisement

উল্লেখ্য, বিশ্বকাপের প্রাথমিক দলে অশ্বিন ছিলেন না। রাখা হয়েছিল অক্ষর পটেলকে। তখন দলে ডানহাতি স্পিনারের অভাব প্রসঙ্গে রোহিত জানিয়েছিলেন, দরকার পড়লে তিনি এবং বিরাট কোহলি কয়েক ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন। অনেকেই সে কথা শুনে হেসেছিলেন। রোহিত যে ফাঁকা আওয়াজ দেননি, সেটা তাঁর বোলিং অনুশীলনেই বোঝা গিয়েছে বলে দাবি সমর্থকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন