IPL 2024

প্রিয় ইডেন গার্ডেন্সের জন্য কেকেআরকে নেতৃত্ব দিতে চান রোহিত, আইপিএলের আগে নতুন জল্পনা

আইপিএলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যেই কয়েক বছর আগে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে। তা ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৯:৫৯
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সকে আর নেতৃত্ব দিতে চান না রোহিত শর্মা। তবে ভারতীয় দলের অধিনায়ক আইপিএলের একটি দলকে নেতৃত্ব দিতে চান। একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজ়ির নাম বলেছিলেন তিনি। রোহিত বেছে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। তা হলে কি আগামী বছর কেকেআরের বেগনি জার্সিতে দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ককে?

Advertisement

একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলের অন্য কোন দলকে নেতৃত্ব দিতে চান? জবাবে রোহিত বলেন, ‘‘ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ। আমার ক্রিকেটজীবনের অনেক ঘটনা সেখানেই ঘটেছে। তাই নেতৃত্ব দিতে হলে আমি কেকেআরকে বেছে নেব।’’ সাক্ষাৎকারটি অবশ্য নতুন নয়। কয়েক বছর আগের। তখন মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। সেই সাক্ষাৎকারের ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে আইপিএলের আগে।

মুম্বই ছাড়া একটি পছন্দের ফ্র্যাঞ্চাইজ়ির নাম বলতে বলা হয়েছিল রোহিতকে। নিজের পছন্দের মাঠ হিসাবে ইডেন গার্ডেন্সকে বেছে নিয়েছিলেন। ইডেন যেহেতু কেকেআরের ঘরের মাঠ, তাই শাহরুখ খানের দলের কথা বলেছিলেন রোহিত। তিনি বোঝাতে চেয়েছিলেন, প্রিয় ইডেনে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেই কেকেআরকে নেতৃত্ব দিতে চান।

Advertisement

রোহিত মুম্বইয়ের নেতৃত্ব হারানোর পর থেকেই নানা জল্পনা চলছে। তিনি যে মুম্বইয়ের অধিনায়কত্ব আর ফিরে পাবেন না, তা এক রকম নিশ্চিত। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনি অবসর নেওয়ার পর রোহিতকে অধিনায়ক হিসাবে নিতে পারেন সিএসকে কর্তৃপক্ষ। আগামী বছর নতুন করে নিলাম হওয়ার কথা আইপিএলের। স্বাভাবিক ভাবেই সব ফ্র্যাঞ্চাইজ়ি নতুন করে দল গঠন করবে। সে সময় রোহিতও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আসলে আইপিএলে রোহিতের ভবিষ্যত নিয়েই নানা সম্ভাবনার কথা ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তার মধ্যে রোহিতের পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হওয়ায় উৎসাহিত হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন