ICC Ranking

অবসর-জল্পনার মধ্যেই সুখবর পেলেন রোহিত, পাঁচ মাসের বেশি না খেলেও এগোলেন আইসিসির ক্রমতালিকায়!

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি রোহিত শর্মা। সময়ের হিসাবে পাঁচ মাসেরও বেশি। তবু আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন ৩৮ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৮:৪৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি, টেস্টের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন রোহিত শর্মা। এমন জল্পনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন রোহিত। প্রথম পাঁচে রয়েছেন ভারতের তিন ব্যাটার।

Advertisement

সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় রোহিতকে। আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, তিনি এখন এক দিনের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন ভারতের এক দিনের ক্রিকেটের অধিনায়ক। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং ৭৮৪। দ্বিতীয় স্থানে উঠে আসা রোহিতের রেটিং ৭৫৬। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম। তাঁর রেটিং ৭৫৬। চতুর্থ স্থানে বিরাট কোহলি। তাঁর রেটিং ৭৩৬। ক্রমতালিকায় কোহলির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। মূলত ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ব্যর্থতার জন্য বাবর ক্রমতালিকায় এক ধাপ পিছিয়ে গিয়েছেন। সেই সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত।

তালিকায় প্রথম পাঁচে আছেন নিউ জ়িল্যান্ডের ড্যারেল মিচেলও। পাঁচ নম্বরে থাকা মিচেলের রেটিং ৭২০। ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও এক ভারতীয় ব্যাটার। ৭০৪ রেটিং নিয়ে আট নম্বরে আছে শ্রেয়স আয়ার। তাঁরও অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

Advertisement

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি রোহিত। পাঁচ মাসের বেশি না খেলেও ক্রমতালিকায় উন্নতি করলেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement