স্মরণীয়: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিরাট-সূর্য-রোহিত। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শুরুতেই তিন উইকেট হারিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের ত্রাতা হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। ফিরিয়েছিলেন ড্রেসিংরুমে স্বস্তিও।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু মাত্র ৩৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। রোহিত আউট হন ৯ রানে। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন বিরাট। ৫৯ বলে ৭৬ রান করেন তিনি। অক্ষর পটেল করেছিলেন ৩১ বলে ৪৭ রান।
জিয়ো সিনেমায় দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘শুরুতেই তিন উইকেট হারিয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। বিরাটের অসাধারণ ইনিংসই ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়েছিল।’’ যোগ করেছেন, ‘‘প্রথম ওভারে তিনটি বাউন্ডারি মারতে পারার অর্থ হল, শুরুটা ভাল হয়েছে। প্রত্যেক ক্রিকেটার সেটাই চায়। এত বছর ধরে ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা তোমাকে সাহায্য করবে। তুমি আবেগ, চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারবে। আমি নিশ্চিত বিরাটও সেই সময় ভাবছিল, আগে কী হয়েছে তা ভুলে গিয়ে মনঃসংযোগ করতে হবে। অক্ষরের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত খেলেছিল ও। ড্রেসিংরুমে শান্তিও ফিরিয়েছিল।’’ রোহিত আরও বলেছেন, ‘‘সবসময়ই মাঝের এবং নীচের সারির ব্যাটসম্যানদের উপরে আস্থা রেখেছিলাম। যদিও ওরা প্রতিযোগিতায় খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পায়নি। তবে বিশ্বাস ছিল, সুযোগ পেলে ওরা হয়তো হতাশ করবে না।’’ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রবি শাস্ত্রীর জন্য টস করতে ভুলে গিয়েছিলেন রোহিত। তিনি বলেছেন, “রবি শাস্ত্রীর প্রাণশক্তি দেখে আমি ভুলেই গিয়েছিলাম টস করার মুদ্রা আমার কাছেই রয়েছে। সেই সঙ্গে ছিল দর্শকদের প্রবল উন্মাদনা। আমার কাণ্ড দেখে বাবর আজ়মও হেসে ফেলেছিল। দর্শকেরা অপেক্ষায় ছিল কখন নীল জার্সিতে রোহিত শর্মার দল এবং সবুজ জার্সিতে বাবর আজ়মের দলের মধ্যে দ্বৈরথ দেখতে পাওয়া যাবে? আমাদের মধ্যে মজার আবহ ছিল।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে